জকিগঞ্জে নিখোঁজ শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

জকিগঞ্জ পৌর এলাকার দক্ষিণ পীরেরচক মাছ বাজার সংলগ্ন বাসার পার্শ্ব থেকে ৫ দিন আগে নিখোঁজ হওয়া শাম্মী আক্তার (৭) এর বস্তাবন্দি লাশ পৌর এলাকার কেছরী গ্রাম থেকে উদ্ধার করেছে জকিগঞ্জ থানা পুলিশ। জানা যায়, গত শুক্রবার সন্ধ্যার পর জকিগঞ্জ পৌর এলাকার কেছরী গ্রামের রাস্তার পার্শ্বের ঝুপড়িতে বস্তাবন্দি একটি শিশুর লাশ দেখতে পায় স্থানীয়রা। ঘটনাটি জকিগঞ্জ থানা পুলিশকে জানানো হলে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনাস্থলে উপস্থিত হয়ে ৫ দিন ধরে নিখোঁজ থাকা শাম্মী আক্তারের লাশ বলে শনাক্ত করেন তার বাবা জকিগঞ্জ থানার বাবুর্চি আজমল হোসেন। নিহত শিশুকন্যা শাম্মী আক্তার ভরন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ও জকিগঞ্জ সদর ইউপির মানিকপুর গ্রামের আজমল হোসেনের মেয়ে। নিহত শিশুর বাবা আজমল হোসেন জানান, গত রোববার বিকালে জকিগঞ্জ বাজারের পুরাতন লঞ্চঘাটের ছাউনির দিকে যায় শাম্মী আক্তার। এরপর থেকে সে নিখোঁজ ছিল। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি। এলাকায় মাইকিং করা হয়। ওই রাতে তিনি জকিগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন।

ঘটনার ৫ দিনের মাথায় শুক্রবার সন্ধ্যায় কেছরী গ্রামের ঝুপড়ির মাঝে শিশুর বস্তাবন্দি লাশ পাওয়ার খবর পেয়ে তিনি সেখানে গিয়ে তার মেয়ের লাশ শনাক্ত করেন। তার অবুঝ শিশুকন্যাকে কারা কেন নির্মমভাবে হত্যা করলো সেটা তিনি বলতে পারেননি। তিনি একটি হত্যা মামলা দায়ের করবেন বলে জানান। অবুঝ শিশুকন্যা শাম্মী আক্তার হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন মা-বাবাসহ এলাকাবাসী। জকিগঞ্জ থানার ওসি মো. মোশাররফ হোসেন জানান, লাশ ময়নাতদন্ত করার পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনে তদন্ত চলছে। জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশ কাজ করে যাচ্ছে।