‘খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানো হবে’

দুর্নীতির দুই মামলায় সাজা হওয়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিচারকদের এক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনের সাময়িক মুক্তির মেয়াদ আগামী ২৪শে সেপ্টেম্বর শেষ হবে। আমরা আবেদন পাওয়ার অপেক্ষায় আছি। পরিবারের পক্ষ থেকে আবেদন করলে সরকারের নির্বাহী আদেশে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানো হবে।
উল্লেখ্য, করোনা মহামারির মধ্যে ২০২০ সালের ২৫শে মার্চ সরকারের নির্বাহী আদেশে ছয় মাসের জন্য সাময়িক মুক্তি পান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এরপর পরিবারের আবেদনের ভিত্তিতে কয়েক দফায় তাঁর মুক্তির মেয়াদ বাড়ানো হয়।