ইসলামিক স্টেটের এক শীর্ষ নেতাকে গ্রেপ্তারের দাবি এরদোগানের

জিহাদি সংগঠন ইসলামিক স্টেট বা আইএস-এর এক শীর্ষ নেতাকে গ্রেপ্তারের দাবি করেছে তুরস্ক। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েফ এরদোগান এক ঘোষণায় এ কথা জানান। এতে তিনি বলেন, ওই আইএস নেতার কোড নাম বাশার হাত্তাব গজল আল-সুমাইদাই। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে তুরস্ক থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ খবর দিয়েছে আল-জাজিরা।

খবরে জানানো হয়, বৃহস্পতিবার বলকান দেশগুলোতে সফরে গিয়েছেন এরদোগান। সেখানে গিয়ে সাংবাদিকদের সামনে এই খবর দেন তিনি। গত জুলাই মাসে তাকে নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এতে তাকে আইএস-এর প্রধান নির্বাহী হিসেবে চিহ্নিত করা হয়।
তবে তুরস্কের গণমাধ্যম বলছে, এই আল-সুমাইদাইর আসল নাম হচ্ছে আবু হাসান আল-হাশিমি আল-কুরাইশি। তিনি ইরাকি নাগরিক এবং সমগ্র ইসলামিক স্টেটের প্রধান এখন এই জিহাদি নেতা। যদিও এরদোগান এ বিষয়ে কিছু স্পষ্ট করে বলেন নি।

তিনি শুধু দাবি করেন, আইএস-এর একজন উচ্চ পর্যায়ের নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে কবে গ্রেপ্তার করা হয়েছে তাও জানাননি তুর্কি প্রেসিডেন্ট।