বাগদান সারলেন ভারতীয় জনপ্রিয় টিভি অভিনেত্রী কৃষ্ণা মুখোপাধ্য়ায়। দীর্ঘদিনের প্রেমিক চিরাগ বাটলিওয়ালার সঙ্গে অবশেষে আংটিবদল সারেন এই অভিনেত্রী।
ভারতের মানালিতে কৃষ্ণা তার পরিবার এবং ঘনিষ্ঠদের উপস্থিতিতে আংটিবদল করেন। অভিনেত্রী এদিন দুধ সাদা গাউনে নিজেকে মোহনীয় রূপে সাজিয়ে তুলেছিলেন। নেটপাড়ায় ঢু মারলেই দেখা মিলছে অভিনেত্রীর বাগদানের ছবি ও ভিডিও। এক কথায় বলা চলে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অভিনেত্রীর বাগদানের ছবি ও ভিডিও।
টিভি ইন্ডাস্ট্রির অনেক সেলিব্রিটিও এই বাগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কৃষ্ণার ইন্ডাস্ট্রির অনেক বন্ধু তার বাগদানের খুব সুন্দর ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। কৃষ্ণার ঘনিষ্ঠ বন্ধু শিরিন মির্জা তাদের বাগদানের ছবি ও ভিডিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। এনগেজমেন্ট পার্টিতে অভিনেত্রী জেসমিন ভাসিন, আলি গোনি, অরিজিৎ তানেজা ছাড়াও অনেক সেলিব্রেটি উপস্থিত ছিলেন।
২০২৩ সালেই সাত পাকে বাঁধা পড়বেন কৃষ্ণা। গেল বছর পরিচয় হয় তার ভালোবাসার মানুষের সঙ্গে। তার ভালোবাসার মানুষটি ইন্ডাস্ট্রির কেউ নন, মার্চেন্ট নেভিতে কর্মরত। কৃষ্ণা মুখোপাধ্য়ায় ইয়ে হ্যায় মহব্বতে এবং নাগিন সিরিয়াল করে ব্যাপক জনপ্রিয়তা পান। সোশ্যাল মিডিয়ায় বেশ সরব এই অভিনেত্রী। সেখানেও দারুণ জনপ্রিয় এই অভিনেত্রী।









