শতভাগ বেতন-ভাতার দাবিতে বিজয় স্মরণী কলেজের সম্মান শ্রেণীর পাঠদানকারী শিক্ষকরা অনির্দিষ্টকালের জন্য অবস্থান ধর্মঘটের ডাক দিয়েছে।
মঙ্গলবার (৬ আগস্ট) দুপুর সাড়ে বারোটার দিকে শিক্ষকরা কলেজের শহীদ মিনারে অবস্থান নিয়ে আন্দোলন করেন।
দীর্ঘ সময় ধরে এ অবস্থান কর্মসূচি পালন করলেও কলেজের অধ্যক্ষ ও গভর্নিং কোনো সদস্য বিষয়টি সমাধানের জন্য আসেননি।
এসময় শিক্ষকরা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় বিধি, মাউশি বিধি, নিয়োগপত্রে উল্লেখিত বেতন ভাতার জন্য আবেদন করি। গত ৭ আগস্ট গভর্নিং বডির সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ২২ হাজার স্কেলের ৯০ শতাংশ বেতন ভাতা দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। এ সিদ্ধান্ত অনুযায়ী অনার্স শিক্ষকদের ব্যাংক হিসেব নম্বরে টাকা জমা হয়। ৫ সেপ্টেম্বর গভর্নিং আরেকটি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় জুলাই মাসে প্রদেয় ৯০ শতাংশ বেতন ভাতা কর্তন করে ৮০ শতাংশ বেতন ভাতা দেওয়ার সিদ্ধান্ত হয়। আমরা এ সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছি।
তারা আরও বলেন, শিক্ষকরা প্রদেয় বেতন ভাতা কর্তন করার প্রতিবাদে ও জাতীয় বিশ্ববিদ্যালয়, মাউশি, ও নিয়োগ পত্রে নির্দেশিত শতভাগ বেতন-ভাতার দাবিতে অনির্দিষ্টকালের জন্য আমাদের এ ধর্মঘট অব্যাহত থাকবে।











