নিজেই মাইকিং করে পতেঙ্গাবাসীকে সরে যেতে বললেন মেয়র

ঘূর্ণিঝড় ফণী আঘাত হানার পর ক্ষয়ক্ষতি কমাতে পতেঙ্গা উপকূলের লোকজনকে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন মেয়র আ জ ম নাছির উদ্দীন।

শুক্রবার (৩ মে) সন্ধ্যায় পতেঙ্গা উপকূল সরেজমিন পরিদর্শনকালে তিনি এ আহ্বান জানান। এ সময় তিনি নিজেই মাইকিং করেন।

এ সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, রেড ক্রিসেন্টের সহ-সভাপতি ডা. শেখ শফিউল আজম, কাউন্সিলর ছালেহ আহমদ, নোমান আল মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

মেয়র জানান, নগরবাসীকে সহায়তা দিতে কন্ট্রোল রুম চালু করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। ঘূর্ণিঝড় সংক্রান্ত যেকোনো তথ্য ও সেবা পেতে কন্ট্রোল রুমের টেলিফোন নম্বরে (৬৩০৭৩৯, ৬৩৩৪৬৯) যোগাযোগের অনুরোধ জানান তিনি।

১৩টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হয়েছে। যাতে মানুষ আশ্রয় নিতে পারেন।

প্রস্তুত রাখা হয়েছে ৪৩টি ডাম্প ট্রাক, ৫টি পে লোডার, ৮টি স্কাই লিফট, ৬টি পানিবাহী ভাউচার, ৫টি পানিবাহী টেম্পু, ১৮টি পানিবাহী ভ্যান, ৫টি অ্যাম্বুল্যান্স, ২টি ব্রেক ডাউন, ১টি বুলডোজার, ১৫টি মাইক্রো, কার, ডাবল কেবিন পিকআপ, ১৬টি সিএনজি অটোরিকশা, ২টি সুপার পাওয়ার গাছকাটার মেশিন, ৪টি বড় আরা, ৬টি ছোট হাত-আরা, ১০টি দা, ১০ কেজি দড়ি, ১০টি রেইন কোট, ৪টি কুড়াল।