দেশ ছেড়েছেন মাহিন্দ রাজাপাকসের ছেলে, পুত্রবধু

    ক্ষমতা থেকে বিদায় নেয়া প্রধানমন্ত্রী মাহিন্দ রাজাপাকসের দ্বিতীয় ছেলে ও তার চিফ অব স্টাফ ইয়োশিথা রাজাপাকসে তার স্ত্রীকে সঙ্গে নিয়ে সোমবার সকালেই দেশ ছেড়ে গেছেন। ডেইলি মিরর বলছে, তারা বিআইএতে উপস্থিত হন এবং সিঙ্গাপুরের উদ্দেশে দেশ ছাড়েন। তবে কি ইয়োশিথাকে তার পিতা মাহিন্দ রাজাপাকসে নিজেই দেশ থেকে বের করে দিয়েছেন! কারণ, তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তার পদত্যাগের ফলে যাতে পরিবার ক্ষতিগ্রস্ত না হয় সে জন্য তিনি ছেলে ও পুত্রবধুকে নিরাপদে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছেন বলে আলোচনা আছে শ্রীলঙ্কায়।