ছাত্রশিবিরের ২২ নেতাকর্মীর ১ দিনের রিমান্ড মঞ্জুর

চান্দঁগাও আবাসিক এলাকার বি-ব্লক থেকে ছাত্রশিবিরের গ্রেফতার ২৬ জনের মধ্যে ২২ নেতাকর্মীকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আবদুল হালিমের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত বৃহস্পতিবার (১০ মার্চ) ভোরে চান্দগাঁও আবাসিকের বি-ব্লক থেকে ছাত্রশিবিরের ২৬ নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। পরে আদালতে তোলা হলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন।

গ্রেফতার ছাত্রশিবিরের নেতাকর্মীরা হলেন- সাখাওয়াত হোসেন (২০), আবিদুল ইসলাম (২৩), সিফাত আলম সিজান (২৩), আবু নাসের মাহমুদ তুষার (২৮), মিনহাজ উদ্দিন (২৯), মো.মিজবাহ উদ্দিন (২৬), কায়সার হামিদ (২৯), সরোয়ার আজম (২২), কামাল কামাল (২২), আবু রিয়াদ (২৩), মো.নুরুল আলম (২৮), মো.ইব্রাহিম আলী (২৫), তারেকুল ইসলাম (২১), মো.হাবিবুল ইসলাম (১৯), মো.আব্দুল আহাদ (১৮), মো.আল আমিন (১৯), মো.হোসেন (২২), মো. রিয়াদুল হামিদ, মো. গিয়াস উদ্দিন (২২), মো. সাইফুল ইসলাম (২৯), মো.নাইম উদ্দিন (২৩), রাকিবুর রহমান (২২), আব্দুল ওয়াহিদ (২২), মো. ইনজামাম (১৮), মো.জুবায়রুল ইসলাম (১৯) ও মো. জাকারিয়া (২০)।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (প্রসিকিউশন) মো. কামরুল হাসান বলেন, চান্দগাঁও আবাসিক এলাকা থেকে ছাত্রশিবিরের গ্রেফতার ২৬ নেতাকর্মীকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় আদালতে ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে ২২ নেতাকর্মীর একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।