শুধু সনদ অর্জন করলেই চলবে না, জ্ঞান অর্জন করতে হবে

শুধু সনদ অর্জন করলেই চলবে না, জ্ঞান অর্জন করতে হবে। শিক্ষার্থীদের সততা ও মূল্যবোধের শিক্ষা দিতে হবে। শিশুরা বড়দের কাছ থেকে মূল্যবোধ ও সততার বিষয়টি শেখে। সততা ও মূল্যবোধ হচ্ছে চর্চার বিষয়। মানব যদি দানব হয়ে যায় তাহলে দেশ এগোবে না।

শুক্রবার (২৬ এপ্রিল) রাতে নগরের চান্দগাঁও স্বাধীনতা কমপ্লেক্সে মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র আ জ ম নাছির উদ্দীন এসব কথা বলেন।

আ জ ম নাছির উদ্দীন শিক্ষা পরিষদ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক ফয়সাল বাপ্পী।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হাসান সিদ্দিকী, চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া। মঞ্চে ছিলেন চসিক সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর ফারজানা পারভিন, আঞ্জুমান আরা বেগম আঞ্জু, মনোয়ারা বেগম মনি, জেসমিনা খানম, নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ ও রাজনীতিক মো. ইছা প্রমুখ।

মেয়র বলেন, একমাত্র সুশিক্ষাই মানুষকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে পারে। তাই আলোকিত মানুষ হতে হলে লেখাপড়ার কোনো বিকল্প নেই। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। আধুনিক বিশ্বে টিকে থাকতে হলে জ্ঞান-বিজ্ঞান সম্পর্কে সম্যক ধারণা থাকা আবশ্যক।

মেধাবৃত্তির মাধ্যমে মেধাবী শিক্ষার্থীরা অনুপ্রাণিত হবে উল্লেখ করে মেয়র বলেন, তারা নিজেদের সমৃদ্ধশালী মানুষ হিসেবে গড়ে তুলে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বঙ্গবন্ধু বলেছিলেন সোনার বাংলা গড়তে হলে, সোনার মানুষ প্রয়োজন। আজকের প্রজন্মের শিক্ষার্থীরা শিক্ষা-দীক্ষায়, জ্ঞান-বিজ্ঞানে নৈতিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করবে। তখনই বঙ্গবন্ধুর সেই কাঙ্ক্ষিত স্বপ্ন প্রতিষ্ঠিত হবে। এ লক্ষ্য নিয়ে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা শিক্ষার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

তিনি বলেন, বর্তমান সরকার একটি শিক্ষাবান্ধব সরকার। এ সরকার বছরের প্রথম দিন সারা দেশে একযোগে বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে বই  তুলে দিয়ে শিক্ষিত জাতি গঠনে কাজ করে যাচ্ছেন।  এরই ফলশ্রুতিতে বর্তমানে শিক্ষার হার ৭৩ শতাংশে উন্নীত হয়েছে। দেশের মানুষকে শতভাগ শিক্ষিত করা সরকারের একার পক্ষে সম্ভব নয়। তাই তিনি এই ধরনের মেধাবৃত্তির আয়োজনে সমাজের বিত্তশালীকে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে নগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের তৃতীয় থেকে নবম শ্রেণির ১০৬ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন মেয়র ।