অমর একুশে বই মেলায় আসছে ‘সবাক শিশির’

অমর একুশে বই মেলা ২০২২ এ আসছে সম্মাননা গ্রন্থ ড. আজাদ বুলবুল সম্পাদিত “সবাক শিশির ”
এ প্রসঙ্গে শিক্ষাবিদ, লেখক ও গবেষক শামসুদ্দীন শিশির বলেন কৃতজ্ঞতা জানাই প্রিয় সম্পাদক মহোদয় এবং শ্রদ্ধা জানাই যাদের স্নেহে, ভালোবাসায় আমি শিশির হয়ে উঠেছি।
সবাক শিশির বিন্দু
তোমাতে উঠুক কলকল্লোল
সৃষ্টির মহাসিন্ধু “
অমর একুশে গ্রন্থমেলায় শিক্ষাবিদ, লেখক ও গবেষক শামসুদ্দীন শিশিরকে নিয়ে ড. আজাদ বুলবুল সম্পাদিত “সবাক শিশির ”
বই মেলা ২০২২-এ আপন আলো প্রকাশনী স্টলে বইটি পাওয়া যাবে বলে জানান। এছাড়া মেলার পর ঢাকা ও চট্টগ্রামের জনপ্রিয় বুক স্টলে পাওয়ার যাবে।