চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে ২১ খাল খনন ও সংস্কারে কারিগরী সহায়তা নিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পাশে দাঁড়াতে চায় জাইকা।
আজ রোববার সকালে টাইগারপাসস্থ সিটি কর্পোরেশনের নগর ভবনে চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলমের সাথে তাঁর দপ্তরে জাইকা প্রতিনিধি দল সাক্ষাত করতে এলে তাদের এই আগ্রহরে কথা জানা যায়। এ সময় জাইকার দক্ষিণ এশিয়ার বাংলাদেশ বিষয়ক ডেপুটি ডাইরেক্টর ইয়ামাবি শেইকো, ডেপুটি টিম লিডার ডাইরেক্টর হাসিমোতো ইউকিকা, ইতো ডায়সুকি, জাইকার উপদেষ্টা মি. নাত্তকি মাতসুমুরা প্রেগ্রাম ম্যানেজার আনিসুজ্জামান চৌধুরী, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, স্থপতি আবদুল্লাহ আল ওমর উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান নির্বাহী কর্মকর্তা শহীদুল আলম বলেন, জাপান বাংলাদেশের বন্ধু প্রতিম রাষ্ট্র। তাদের সহযোগীতায় বাংলাদেমের উন্নয়নের গতি ত্বরান্বিত হয়েছে।তিনি বলেন, ইতোমধ্যে নগরীর জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, পানি উন্নয়ন বোর্ড ৫৭টি খালের মধ্যে ৩৬টি খালের সংস্কার স্লুইচ গেইট নির্মাণসহ বিভিন্ন সংষ্কার কাজ চলমান আছে। আরো ২১টি খাল খনন তালিকার বাইরে আছে। এই খালগুলো খনন না হলে নগরীর জলাবদ্ধতা পুরোপুরি নিরসন সম্ভব নয়। এই ২১টি খাল সংস্কারে আর্থিক ও কারিগরি সহায়তা প্রদানে তাঁরা প্রস্তুত বলে চসিক প্রধান নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন।







