আইডিইবি চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে কম্বল বিতরণ

মুজিব শতবর্ষ ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আইডিইবি চট্টগ্রাম জেলা শাখা মাঠে স্বাস্থ্য বিধি অনুসরণ করে ১৩ ফেব্রুয়ারি ২০২২ রবিবার বিকাল ৪ ঘটিকায় দুঃস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ চট্টগ্রাম জেলা শাখার সভাপতি প্রকৌশলী মোঃ নেছার উদ্দিন এর সভাপতিত্বে ও প্রকৌশলী মোঃ জসীম উদ্দিন এর সঞ্চালনায় ত্রাণ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ(সিডিএ) এর মাননীয় চেয়ারম্যান এম. জহিরুল আলম দোভাষ,
বিশেষ অতিথি সাংস্কৃতিক সংগঠক বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী দেওয়ান মাকসুদ আহমেদ, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ চট্টগ্রাম জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী আবদুল কুদ্দুছ, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট এলামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক ও  সাবেক অধ্যক্ষ মোঃ নূরুল কবির এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বোর্ড সদস্য
প্রকৌশলী মুনির উদ্দিন আহমদ।
এছাড়াও উপস্থিত ছিলেন আইডিইবি চট্টগ্রাম জেলা নির্বাহী কমিটির নেতৃবৃন্দ, সিডিএ ডিপ্রকৌস এর নেতৃবৃন্দ সহ বিভিন্ন সংস্থার ডিপ্লোমা প্রকৌশলী সমিতি ও এসোসিয়েশনের নেতৃবৃন্দ।