ফেসবুকে পরিচয়ের সূত্রে রাইসার (১৯) সাথে প্রেম। কলেজে ভর্তির জন্য ২হাজার টাকা ধার দিতে গিয়ে প্রেমিকা রাইসার ছিনতাইয়ের শিকার হয়েছেন মো. সোহেল নামের এক ব্যবসায়ী। গত (১০ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার রাতে নগরীর চেরাগী পাহাড় মোড়ে টাকা দেয়ার সময় রাইসা ও সহযোগী মো.সাইফুল ইসলাম (২৭) ছুরি ধরে ব্যবসায়ীর মোবাইল-টাকা ছিনিয়ে নেয়। এসময় ব্যবসায়ীর শোর চিৎকারে হাতেনাতে ওই মেয়েসহ দুজনকে গ্রেপ্তার করে টহল পুলিশ। পরে তাদের দেয়া তথ্য মতে আজ শুক্রবার মনসুর মোল্লা তৌহিদ (৩৩) নামের আরও একজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীন । গ্রেপ্তাররা হলেন- সাতকানিয়ার মীর্জাখীলের ফজিন্নার বড় বাড়ির মো. নুরুল ইসলামের মেয়ে সামিহা ইসলাম রাইসা (১৯), একই এলাকার মীর্জাখীল চৌধুরী পাড়ার জামাল সাহেবের বাড়ির ফরিদুল আলমের ছেলে মো. সাইফুল ইসলাম (২৭), চান্দগাঁও আবাসিক এলাকার মৃত এম এ বাছেদের ছেলে মনসুর মোল্লা তৌহিদ (৩৩)। কোতোয়ালী থানার এজার সূত্রে জানা গেছে মহিলা সহ ৩ জন ছিনতাইকারী গ্রেফতার, ০১টি ছোরা, ২টি মোবাইলসেট, ১টি মোটর সাইকেল ও নগদ ৩০০০/- টাকা উদ্ধার জনৈক মোঃ সোহেল বাঁশখালীস্থ হালুয়াঘোনা লটমনী এলাকাস্থ ওয়ান ষ্টার নামক ব্রিকফিল্ড দেখাশুনা করে। ১নং আসামী সামিহা ইসলাম প্রকাশ রাইসা (১৯) সহিত তার ফেইসবুকে পরিচয় হয়। সেই সুবাধে তাহাদের মধ্যে প্রায় সময়ই ফেইসবুক মেসেঞ্জারে কথাবার্তা হত। রাইসা (১৯) জনৈক মোঃ সোহেল কে জানায় সে এসএসসি পাশ করে বহদ্দারহাটস্থ একটি কলেজে ভর্তি হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। কলেজে ভর্তি হওয়ার জন্য ২০০০/- (দুই হাজার) টাকা ধার হিসেবে চায়। তখন সোহেল মানবিক কারণে সামিহা ইসলাম প্রকাশ রাইসা কে বিকাশের মাধ্যমে পাঠাবো বলে জানায়। ভন্ড প্রেমিকা রাইসার কথামতে তার সাথে ইং ১০/০২/২০২২ তারিখ রাত অনুমান ০৯.১০ ঘটিকার সময় কোতোয়ালী থানাধীন জামালখান চেরাগী পাহাড় মোড়স্থ সানমারস্প্রিং গার্ডেন ভবনের সামনে ফুটপাতের উপর দেখা করতে গেলে পূর্ব থেকে ফাঁদ পেতে সাইফুল ইসলাম (২৭) ও মনসুর মোল্লা প্রকাশ তৌহিদ (৩৩) , অজ্ঞাতনামা আরো কয়েকজন সোহেল কে চারদিক থেকে ঘিরে এলোপাতাড়ী কিল ঘুষি মেরে তার মুখের বাম পাশে, ঠোটে, পেটে,বুকে ফুলা জখম করে। আসামীগণ সোহেল কে মারধর করে বলে যে, মোবাইল ও নগদ টাকা যা আছে সব নিয়ে যাই। পরে পুলিশ টিম তাদের অভিযান করে আটক করতে সক্ষম হোন।







