চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে দু’দিন ব্যাপি (৯-১০ ফেব্রুয়ারি) “ঙঁঃপড়সব-ইধংবফ ঊফঁপধঃরড়হ (ঙইঊ)” শীর্ষক অনলাইন ওয়ার্কসপ এর উদ্বোধন অনুষ্ঠান ৯ ফেব্রুয়ারি ২০২২ সন্ধ্যা ৬:৩০ টায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে অনলাইনে কর্মশালার উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। বিশেষ অতিথি হিসেবে অনলাইনে সংযুক্ত ছিলেন চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। গেস্ট অব অনার হিসেবে সংযুক্ত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সম্মানিত সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আবু তাহের। আমন্ত্রিত অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন ইউজিসি’র স্ট্র্যাটেজিক প্ল্যানিং এন্ড কোয়ালিটি এস্যুরেন্স বিভাগের পরিচালক প্রফেসর ড. মোঃ ফখরুল ইসলাম, চবি কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মহীবুল আজিজ, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নাসিম হাসান, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. রাশেদ মোস্তফা এবং চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আবুল হোসাইন। এতে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. সুমন গাঙ্গুলী, সমাপনী বক্তব্য প্রদান করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ ওমর ফারুক। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. মোঃ আফতাব উদ্দীন। কর্মশালায় চবি সমাজবিজ্ঞান অনুষদ, আইন অনুষদ, ব্যবসায় প্রশাসন অনুষদ এবং ইঞ্জিনিয়ারিং অনুষদভুক্ত বিভাগসমূহের ৫৪ জন শিক্ষক অংশগ্রহণ করেন।
মাননীয় উপাচার্য যুগোপযোগী একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কর্মশালা আয়োজন করায় আয়োজকবৃন্দ ধন্যবাদ জানান। দক্ষ ও যুগোপযোগী মানবসম্পদ উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীদের অধিকতর যোগ্য ও বহুমাত্রিক দক্ষতা সম্পন্ন মানবসম্পদে পরিণত করতে এ ধরণের কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মাননীয় উপাচার্য অভিমত ব্যক্ত করেন। মাননীয় উপাচার্য সম্মানিত শিক্ষকবৃন্দকে উন্নত বিশ্বের বিশ্ববিদ্যালয়ের সাথে সামঞ্জস্য রেখে এবং দেশের ও বিশ্বের প্রয়োজন অনুসারে বিশ্বমানের ক্যারিকুলাম প্রণয়ন করার আহবান জানান। তিনি কর্মশালার সার্বিক সাফল্য কামনা করেন।











