নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলামকে গ্রেফতারে বিএনপির নিন্দা

চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম সাইফুল ইসলামকে নাশকতার মামলায় গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, নগর বিএনপির আহবায়ক ডা শাহাদাৎ হোসেন ও সদস্য সচিব আবুল হাসেম বক্কর।

নেতৃবৃন্দ বলেন, গতকাল রাতে চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম সাইফুল আলমকে মিথ্যা ও বানোয়াট মামলায় গ্রেফতার করা হয়েছে।

অবিলম্বে এস এম সাইফুল আলম এর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার সহ তার নিঃশর্ত মুক্তির দাবী জানান। >>বিজ্ঞপ্তি