স্মার্টফোন থেকেই

তৃতীয় পক্ষের তৈরি অ্যাপ ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের স্মার্টফোন থেকেই বিভিন্ন যন্ত্রের কার্যকারিতার তথ্য জানা যায়।

স্যামসাং

স্যামসাং ফোনের গ্যালাক্সি সিরিজে স্মার্টফোন পরীক্ষার জন্য নিজস্ব টুল রয়েছে, যা কি-প্যাড থেকেই চালানো যায়। এ জন্য ফোন অ্যাপ চালু করে কি-প্যাড থেকে *#0*# ডায়াল করলেই ডায়াগনস্টিক পর্দা দেখা যাবে। এখানে Red, Green, বা Blue টেস্টে ট্যাপ করলে কালার পিক্সেল পরীক্ষার ফলাফল জানা যাবে। এ ছাড়া Receiver-এ ট্যাপ করে অডিও, Vibration-এ ট্যাপ করে ভাইব্রেটিং ফিচার পরীক্ষা করা যাবে।

এ ছাড়া স্যামসাং মেম্বারস অ্যাপ ব্যবহার করেও স্মার্টফোনের বিভিন্ন যন্ত্রের কার্যকারিতা পরখের সুযোগ দিয়ে থাকে স্যামসাং। অ্যাপটি দিয়ে ব্যাটারি, সিম কার্ড, সেন্সর, স্পর্শনির্ভর পর্দা, ফ্ল্যাশলাইট, ক্যামেরা, মাইক্রোফোন, স্পিকার, ব্লুটুথ, ওয়াই-ফাইয়ের কার্যকারিতা পরীক্ষা করা যাবে। https://cutt.ly/JOJWb2w ঠিকানা থেকে অ্যাপটি নামানো যাবে।

মটোরোলা

মটোরোলা স্মার্টফোনের বিভিন্ন যন্ত্রের কার্যকারিতা জানাতে পারে ডিভাইস হেল্প অ্যাপ। এ জন্য অ্যাপটি চালু করে Device diagnosis নির্বাচনের পর Troubleshoot ট্যাপ করতে হবে। এবার তালিকা থেকে প্রয়োজনীয় যন্ত্র নির্বাচন করে Hardware test নির্বাচন করলেই সেগুলোর কার্যকারিতার তথ্য জানা যাবে। https://cutt.ly/YOJWYII ঠিকানা থেকে অ্যাপটি নামানো যাবে