এ বছর ৫৪০০ কোটি ডলারের করোনাভাইরাসের টিকা ও এন্টিভাইরাল পিল বিক্রি করার আশা করছে টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান ফাইজার। এ খবর দিয়ে অনলাইন আল জাজিরা বলছে, প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা আলবার্ট বোরলা বলেছেন, প্রত্যাশা ছাড়িয়ে যেতে পারে কোভিড-১৯ এন্টিভাইরাল প্যাক্সলোভিডের চূড়ান্ত বিক্রিও। তবে ওয়াল স্ট্রিট যে পরিমাণ এর আগে পূর্বাভাস দিয়েছিল এ সংখ্যা তার চেয়ে কিছুটা, অর্থাৎ শতকরা প্রায় ৩ ভাগ কম। সংবাদ সম্মেলনে আলবার্ট বোরলা বলেছেন, এ বছর তারা এই মুহূর্তে ১২ কোটি টিকা তৈরির কাজ করছে। যুক্তরাষ্ট্রে প্রতি কোর্স প্যাক্সলোভিড ৫৩০ ডলারে বিক্রি করছে ফাইজার। এমন দুই কোটি কোর্স বিক্রি করবে তারা। বড় অর্ডারের কারণে এটা হলো তাদের স্পেশাল দাম।
তিনি বলেছেন, মার্ক এন্ড কো’র টিকিৎসা পদ্ধতি মননুপিরাভিরের দামের সঙ্গে তুলনা করে প্যাক্সলোভিডের দাম উচ্চ আয়ের দেশগুলোতে কম-বেশি হতে পারে। এরই মধ্যে প্রতি কোর্স প্রায় ৭০০ ডলারে কিনেছে যুক্তরাষ্ট্র সরকার।
প্যাক্সলোভিড বিক্রির জন্য ফাইজার এরই মধ্যে সক্রিয় আলোচনা চালিয়ে যাচ্ছে বিশ্বের কমপক্ষে ১০০ দেশের সঙ্গে। তাদের আছে এই ওষুধটির ১২ কোটি কোর্স উৎপাদনের সক্ষমতা।









