অন্যান্য বয়সীদের তুলনায় প্রবীণদের স্বাস্থ্য সমস্যা অপেক্ষাকৃত বেশী হয়ে থাকে, অথচ এ বিষয়ে সহায়তা পাওয়ার ব্যবস্থা এবং পরিমাণ খুবই অপ্রতুল। অর্থের অভাবে যে সকল দুঃস্থ এবং দরিদ্র প্রবীণরা রোগে ভুগছেন এবং প্রয়োজনীয় মূহুর্তে চিকিৎসা সেবা পাওয়ার ন্যূনতম সুযোগ পাচ্ছেন না, সেই সকল প্রবীণদের চিহ্নিত করে হাটহাজারীর ফতেয়াবাদ এলাকায় চিকিৎসা ক্যাম্প করে তাদের জন্য স্বাস্থ্য সহায়তা ও স্বাস্থ্য পরামর্শ দেয়া হচ্ছে পাশাপাশি স্বাস্থ্য কর্মসূচি ও চক্ষুসেবা শিবির আয়োজন করে চোখের নানা জটিলতায় সেবা প্রদান করা হবে। ৭ফেব্রুয়ারী সোমবার আধুনিক ন্যাশনাল চক্ষু হাসপাতাল সহায়তায় বিনামূল্যে দিনব্যাপী চক্ষু ক্যাম্প এর আয়োজন করেছে মরহুম আলহাজ্ব আলী আসগর চৌধুরী ফাউন্ডেশন। চক্ষু ক্যাম্পে চক্ষু রোগীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা করা হবে।
বাড়ি প্রতিষ্ঠান ও সংগঠন মরহুম আলহাজ্ব আলী আসগর চৌধুরী ফাউন্ডেশনের বিনামূল্যে দিনব্যাপী চক্ষু ক্যাম্প









