শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ এক সময়ে রাউজানের বিভিন্ন এলাকায় ছিল বড় বড় পুকুর জলাশয় । পুকুর জলাশয়ে এলাকার লোকজন গোসল করতো। পুকুর জলাশয়ের পনিতে ঘরের আসবাব পত্র ও কাপড় ধোয়া হতো । পুকুর জলাশয়ে মাছ চাষ হতো প্রচুর পরিমাণ। গত কয়েক বৎসরে রাউজানে শতাধিক পুকুর জলাশয় ভরাট করে নির্মান করা হয়েছে ঘরবাড়ী ও বাণ্যিজিক প্রতিষ্টান । এখনো চলছে পুকুর জলাশয় ভরাট । পুকুর জলাশয় ভরাট করে নির্মান করা হচ্ছে ঘরবাড়ী ও বাণ্যিজিক প্রতিষ্টান । রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের আমির হাটে শত বৎসরের পুরাতান একটি পুকুর ভরাট করে নির্মান করা হচ্ছে আল শরীফান নামের একিটি প্রতিষ্টান বহুতল বিশিষ্ট বাণ্যিজিক ভবন । রাউজান উপজেলা সদরের ফকির হাট বাজারের পশ্চিম পাশে বিশাল আয়তনের পুকুর ভরাট করে নির্মান করা হয়েছে ডিউ, বিজি শপিং মার্কেট, তাহেল প্লাজা, রাউজান সিটি সেন্টার, রাউজান উপজেলা ডাকঘরের পশ্চিম পাশে একটি পুরাতন পুকুর ভরাট করে ফেলা হয়েছে । রাউজানের মুন্সির ঘাটা, দাশ পাড়া সুলতানপুর চিটিয়া পাড়া, রাউজান পৌরসভার ৪নং ওয়ার্ডেও দাইয়্যার ঘাটা, রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের বাইন্যা পুকুরের পশ্চিম পাশে কুলাল পাড়া এলাকার একটি পুকুর ভরাট করে নির্মান করা হয়েছে আবাসিক ভবন । রাউজান উপজেলার পাহাড়তলী ইউিিনয়নের পাহাড়তলী চৌমুহনী ও উনসত্তর পাড়া এলাকায় কয়েকটি পুকুর ভরাট করে নির্মান করা হয়েছে বহুতল বিশিষ্ট বাণ্যিজিক ভবন ও আাবাসিক ভবন । রাউজানের নোয়াপাড়া পথের হাট এলাকায় কয়েকটি পুকুর জলাশয় ভরাট করে নির্মান করা হয়েছে বাণ্যিজিক ভবন ও আবাসিক ভবন । রাউজান পৌরসভার ৪নং ওয়ার্ডের সুলতানপুর দাইয়্যার ঘাটা এলাকায় চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কের পাশে বহু বৎসরের পুরাতন একটি পুকুর ভরাট করে নির্মান করা হয়েছে বাণ্যিজিক ভবন । ঐ পুকুরের কিছু অংশ জলাশয় থাকলে ও জলাশয় ক্রয় করে রাউজানের এক প্রবাসি গত কয়েকদিন ধরে মাটি ভরাট করে তড়িগড়ি করে দোকান ঘর নির্মান কাজ করছেন । রাউজান উপজেলঅর ৭নং রাউজান ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ফকির মোহাম্মদ চৌধুরীর বাড়ীতে শত বৎসরের পুরাতন একটি পুকুর রাতেই রাউজানের পাহাড়ী এলাকার পাহাড় টিলা কাটা মাটি ড্রাম ট্রাক ভর্তি করে এনে গত দুদিন ধরে ভরাট করছে ঝাফর নামের এক ব্যক্তি । রাউজানে পুকুর জলাশয় ভরাট করায় একদিকে পুকুর জলাশয়ের সংখ্যা হ্রাস পেয়ৈ আসছে । অপরদিকে পুকরি জলাময় ভরাট কাজে ব্যবহৃত হচ্ছে রাউজানের পাহাড়ী এলাকার পাহাড় ও টিলা কাটা ও কুষি জমি থেকে খনন করা মাটি । ৭নং রাউজান ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কয়েকজন বাসিন্দ্বা জানান রাতেই একের পর এক ড্রাম ট্রাক ভর্তি মাটি পাহাড়ী এলাকা থেকে এনে পুকুর ভরাট করা হয়েছে । এলাকার বাসিন্দ্বাদের অভিযোগ রাউজানের হরিশখান পাড়ায় একটি ফসল জমিতে মাটি ভরাট করার জন্য ফসলী জমিতে কয়েকটি কলাগাছ রোপন করে রেখেছে । এ ব্যাপারে ৭নং রাউজান ইউনিয়নের ৪নং ওয়ার্ডেও মেম্বার মোজ্জামেল হক খোকনের কাছে জানতে চাইলে, মেম্বার মোজ্জামেল হক খোকন বলেন, পুকুর ভরাট করার সংবাদ পেয়ে আমাকে রাউজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু সরেজমিনে পরিদর্শন করে ব্যবস্থা নেওয়ার জন্য নির্ধেশ দিলে আমি পুকরভরাটস্থানে গিয়ে দেখতে পায় ছোট পুকুরটি মাটি ভরাট চলছে । আমি পুকুর ভরাটকারী মৃত এজাহার মিয়ার পুত্র জাফরকে পুকুর ভরাট কাজ বন্দ্ব রাখার জন্য নির্দেশ দিয়ৈছি। এ ব্যাপারে রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগের কাছে জানতে চাইলে, উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ বলেন, কৃষি জমি ও পুকুর ভরাট করা যাবেনা । কোন স্থানে কৃষি জমি ও পুকুর ভরাট করাা হলে তাদের বিরুদ্বে আইনগতঃ ব্যবস্থা গ্রহন করা হবে ।









