আগুনে পুড়ে গেছে ওয়ার্কসপ ও লাকড়ির মিল

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ রাউজান পৌরসভার ৮নং ওয়ার্ডের পশু হাসপাতালের পুর্ব পাশে চট্টটগ্রাম রাঙ্গামাটি মহাসড়কের পাশে বাদল দাশের কালা লাকড়ি তৈয়ারীর একটি মিলে গতকাল ৫ ফেব্রুয়ারী শনিবার ভোর রাত ৪ টার সময়ে অগ্নিকান্ডের সুত্রপাত হয় । আগুনে বাদল দাশের লাকড়ী তৈয়ারীর মিল ও মিলের মধ্যে মজুদ থাকা কালা লাকড়ি পুড়ে যায় । লাকড়ীর তৈয়ারীর মিলের পাশে মোহাম্মদ শফির মোহাম্মদিয়া ষ্টীল ওয়াকসর্পে আগুন লেগে আগুনে মোহাম্মদিয়া ষ্টীল ওয়ার্কসপের মেশিন ও তৈয়ারী করা ষ্ট্রীলের আলমিরা পুড়ে ছাই হয়ে যায় । অগ্নিকান্ডের ঘটনার সংবাদ পেয়ে রাউজান ফায়ার ষ্টেশন থেকে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে আগুনে সিয়ন্ত্রন আনতে সক্ষম হয় । মোহাম্মদিয়া ষ্টীল ওয়ার্কসপের মালিক মোহম্মদ শফি বলেন, পাশের লাকড়ি তৈয়ারী চুল্লি থেকে আগুন লেগে আগুনে আমার প্রতিষ্টানের ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায় । স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কের পাশে পশু হাসপাতালে পুর্ব পাশে বিপুল পরিমান ব্যবসা প্রতিষ্টান করাত কল সহ ওয়ার্কসপ রয়েছে । ব্যবসা প্রতিষ্টানের পাশে বাদল দাশ ধানের ভুষি দিয়ে কালা লকড়ি তৈয়ারীর মিল বসিয়েছে । কালা লাকড়ির মিল বসানোর ফলে ব্যবসা প্রতিষ্টান গুলো হুমকির মুখে পড়েছে । লাকড়ী তৈয়ারী মিল থেকে অগ্নিকান্ড সংগঠিত হয়ে ব্যবসায়ী মোহাম্মদ শফির ওয়ার্কসপের মেশিন ও আসবাব পত্র ওয়ার্কসপ পুড়ে ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে । এলাকার লোকজন ঐ স্থান থেকে লাকড়ি তৈয়ারীর মিল ও চুল্লি সরিয়ে নির্জন এলাকার বসানোর জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন ।