রাউজানে চোখ জুড়ানো সরিষা ক্ষেত

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ রাউজানে ফসলী জমিতে সরিষার ক্ষেতে হলুদ রঙ্গে এলাকাকে অপরুপ সৌর্ন্দর্যে পরিণত করেছে। রাউজান উপজেলার ১নং হলদিয়া ইউনিয়নের উত্তর সর্তা, হলদিয়া, গর্জনিয়া, এয়াসিন নগর, গলাচিপা, জানিপাথর, বৃকবানুপুর, বৃন্দাবনপুর, ডাবুয়া ইউনিয়নের পশ্চিম ডাবুয়া, লাঠিছড়ি, পুর্ব ডাবুয়া, রোয়াইঙ্গাবিল, কেউকদাইর, হাসানখীল, হিংগলা, সুড়ঙ্গা, কলমপতি, দক্ষিন হিংগলা, চিকদাইর ইউনিয়নের দক্ষিন সর্তা, চিকদাইর পাঠান পাড়া, গহিরা ইউনিয়নের দলই নগর, কোতোয়ালী ঘোনা, নেঅয়াজিশপুর ইউনিয়নের নদীম পুর, ফতেহ নগর, রাউজান পৌরসভার দক্ষিন গহিরা, পশ্চিম সুলতান পুর, সরতের দোকান, সন্দ্বীপ পাড়া, সুলতান পুর কাজী পাড়া, সুলতানপুর ছিটিয়া পাড়া, পালিত পাড়া দাশ পাড়া, শরীফ পাড়া হাজী পাড়্,া সাপলঙ্গা, দলিলাবাদ, ছত্র পাড়া, ঢেউয়া পাড়া, পশ্চিম রাউজান, ৭নং রাউজান ইউনিয়নের পশ্চিম রাউজান রশিদও পাড়া জয়নগর বড়ুয়া পাড়া, কেউটিয়া, পুর্ব রাউজান, খলিলাবাদ, শমশের নগর, কদলপুর ইউনিয়নের পশ্চিম কদলপুর, কালকাতর পাড়্,া শমমের পাড়া, দক্ষিন শমশের পাড়া ভেঅমর পাড়া, পাহাড়তলী ইউনিয়নের উনসত্তর পাড়া, বিনাজুরী ইউনিয়নের লেলাঙ্গারা, জাম্বইন, ইদিলপুর, পশ্চিম বিনাজুরী এলাকার ফসলী জমিতে শুস্ক মৌসুমে এলাকার কৃষকেরা সরিষার ক্ষেতের চাষাবাদ করেছে। সরিষার ক্ষেতের চাষাবাদের পর বৃষ্টিতে সরিষা ক্ষেতের ক্ষতি হলে ও কৃষকেরা পুনরায় সরিষার বীজ বপন করেন । বর্তমানে রাউজানের বিভিন্ন এলাকায় সরিষা ক্ষেতে সরিষার গাছে সরিষার ফুল এসেছে । সরিষার ফুলের হলুদ রঙ্গে এলাকায় অপরুপ সৌন্দর্য বৃদ্বি পেয়েছে । রাউজানের হাসান খীল এলঅকার কৃষক ওমর ফারুক বলেন, শুস্ক মৌসুমে ২০ শতক জমিতে সরিষার ক্ষেতের চাষাবাদ করেছে । আগামী দেড় মাসের মধ্যে সরিষা কেটে ঘরে সরিষা তুলে আনবে । রাউজান উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ সহকারী কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার চন্দ্র বলেন, এবারে শুস্ক মৌসুমে রাউজানে ২ হাজার হেক্টর জমিতে সরিষার ক্ষেতের চাষাবাদ হয়েছে । আগামী দেড় মাসের মধ্যে সরিষা কেটে ঘরে তুলবে বলে আশা করছেন উপ সহকারী কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার চন্দ । রাউজানে সরিষার ক্ষেত থেকে উৎপাদিত সরিষা ক্রয় করে মাড়াই মেশিনের সহায়তায় সরিষা থেকে সরিষার তৈল ও গরুর খাবার খৈল তেয়ারী করে চিকদাইর এলাকার কয়েকজন ব্যবসায়ী । বাজার থেকে সরিষার তৈল ভেজাল সন্দেহ করে এলাকার লোকজন সরিষা থেকে মেশিনের সহায়তা উৎপাদিত সরিষার তৈল ক্রয় করে ঘরে নিয়ে রান্নার কাজে ব্যবহার করেন । বিভিন্ন এলাকায় বিবাহ মেজবানে ও মেশিনে উৎপাদিত সরিষার তৈল ক্রয় করে নিয়ে গিয়ে বিবাহ ও মেজবানে রান্নার কাজে ব্যবহার করেন এলাকার ধনাঢ্য পরিবারের লোকজন ।