লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় বিয়ের দাবিতে নিজের শরীরে আগুন দেয়া শাহিনুর আক্তার নামে এক তরুণী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সোমবার (২২ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এর আগে রোববার (২১ এপ্রিল) তাকে ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
শাহিনুর চট্টগ্রামের রাউজান উপজেলার সোনাগাজী গ্রামের জাফর আলমের মেয়ে।
বার্ন ইউনিটের চিকিৎসকদের বরাত দিয়ে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া জানান, শাহিনুরের শরীরের ৫৫ শতাংশ পুড়ে গিয়েছিল।