কলেজছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে বাসের হেলপার গ্রেফতার

পাঁচলাইশ থানা এলাকায় এক কলেজছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে আরাফাত (২৯) নামে এক বাসের হেলপার গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুরে প্রবর্তক মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, প্রবর্তক মোড়ে এক ছাত্রী ৩ নম্বর বাসের হেলপারকে ৫ অথবা ১০ টাকা ভাড়া দিচ্ছিল। এ সময় বাসের হেলপার টাকা ফেরত দেওয়ার সময় মোবা্ইল নম্বর দেয় ও স্পর্শকাতর স্থানে হাত দেয়। গতকাল বুধবার ঘটনাটি ঘটে। পরে ছাত্রী গিয়ে বন্ধু ও বান্ধবীদের কাছে ঘটনাটি বলেছেন। বন্ধু ও বান্ধবীদের সহযোগিতায় মোবাইলে কথা বলে হেলপারকে প্রবর্তক এলাকায় নিয়ে আসেন। দুপুরে তাকে মারধর করে পুলিশের কাছে তুলে দেন। ওই ছাত্রীর দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে আজ (বৃহস্পতিবার) তাকে আদালতে পাঠানো হয়েছে।