খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার কথা বলে বিএনপি দেশের চিকিৎসা ব্যবস্থা ও চিকিৎসকদের অবজ্ঞা করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন। শনিবার (২০ নভেম্বর) বিকেলে চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার শংকট মঠের শতবর্ষ উপলক্ষে আয়োজিত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
এসময় তিনি আরও বলেন, দেশে চিকিৎসা ব্যবস্থা ভাল। বিভিন্ন সময় দেশের বাইরে থেকেও চিকিৎসার জন্য অনেকে এদেশে আসে। কিন্তু বিএনপির নেতারা খালেদা জিয়ার সামান্য অসুস্থতায় কেন তাকে বিদেশে নিতে চায় তা রহস্যজনক।
খালেদা জিয়ার বিদেশ যাওয়া সরকারের উপর নির্ভর করে না জানিয়ে মন্ত্রী আরও বলেন, আইন আর আদালতের বাইরে গিয়ে সরকারের পক্ষে কিছু করা সম্ভব নয়।
এর আগে মন্ত্রী শংকর মঠের শতবর্ষ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।











