শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ রাউজান সরকারী কলেজের দু শিক্ষক ও এক কর্মচারীর বিরুদ্বে অনিয়ম , সরকার বিরোধী কার্যক্রম জামায়াত ইসলামীর সাথে সম্পৃক্ততার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল করে কলৈঝের শিক্ষার্থীরা ।
১৮ নভেম্বর বৃহস্পতিবার বিকালে রাউজান সরকারী কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে । শিক্ষার্থীরা কলেজের দু শিক্ষক ও এক কর্মচারীর বিরুদ্বে অনিয়ম , সরকার বিরোধী কার্যক্রম জামায়াত ইসলামীর সাথে সম্পৃক্ততার সাথে জড়িত বলে দাবী করে দু শিক্ষক ও এক কর্মচারীকে অবিলম্বে কলেজের চাকুরী থেকে অপসারন করে রাউজান সরকারী কলেজকে জামায়াত মুক্ত করার দাবী জানান । শিক্ষার্থীদের আন্দোলনের সময়ে রাউজান উপজেলা ছাত্রলীগ ও কলেজ ছাত্রলীগের নেতারা উপস্থিত হয়ে শিক্ষার্থীদের আন্দোলনের সাথে একমত পোষন করেন । কলেজের শিক্ষার্থিীরা বিক্ষোভ করার পর তাদেরকে কলেজে ঘোরা ও করে রাখেন । রাউজান সরকারী কলেজের অধ্যক্ষ সেলিম নেওয়াজ চৌধুরী বিষয়টি রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজকে ফোন করে জানানোর পর কলেজে পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ উপস্থিত হয়ে বিক্ষোভকারী শিক্ষার্থীদের দাবী সংশ্লিষ্ট প্রশাসনকে জানিয়ে ব্যবস্থা গ্রহন করার আশ^াস দিয়ে বিকৃদ্ব শিক্ষার্থীদের শান্ত করে । কলেজের দু শিক্ষক হবিবুল্লাহ, অতিকউল্ল্রাহ ও এক কর্মচারী এনামুল হককে উদ্বার করে নিরাপদ স্থানে পৌছে দেয় বলে জানান রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ । রাউজান কলেজ ছাত্রলীগের সভাপতি আরমান সিকদার, সাধারন সম্পাদক ফযসাল মাহমুদ অভিযোগ করে বলেন কলেজের দু শিক্ষক হবিবুল্লাহ, অতিকউল্ল্রাহ ও এক কর্মচারী এনামুল হক কলেজৈর অণিয়ম সাধারন শিক্ষার্থীদের হয়রানি করছে । কলেজে চাকুরীর সুবাদে কলেজে বসে সরকারী বিরোধী কর্মকান্ড ও জামায়াত ইসলামীর সাথে সম্পৃক্ততা রেখে, সরকারের বিরুদ্বে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে । কলেজের লাইব্রেরীতে হোফজাত ইসলামী ও জঙ্গী তৎপরতা সর্ম্পকিত লেখা বই রেখেছে । কলেজের শিক্ষার্থীদের ক্লাশে পাঠদান করার সময়ে শিক্ষার্থীদেরকে সরকারী বিরোদী বক্তব্য দিয়ে সাধারন শিক্ষার্থীদের সরকারের বিরুদ্বে অবস্থান নেওয়ার কাজ করছে । এ ছাড়া ও রাউজান মুন্সির ঘাটা এলাকার এক শির্ক্ষার্থী ছাত্রীর ভাই জামাল ইমতিয়াজ নকিব অভিযোগ বলেন, তার বোনের সাথে কলেজের ক্লাশ রুমে উতক্ত করেন । শিক্ষার্থীদের অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে রাউজান সরকারী কলেজের তথ্য ও যোগাযোগ প্রযুক্ত বিভাগের প্রভাষক হাবিবউল্ল্রাহ বলেন, আমি আর্দশ শিক্ষক হিসাবে রাউজান সরকারী কলেজে রয়েছি । কেন আমার বিরুদ্বে শিক্ষার্থীরা আন্দোলন করছে তা আমি জানিনা । এ ব্যাপারে রাউজান উপজেলা নির্বাহী অফিসার কলেজ পরিচালনা কমিটির সভাপতি জোনায়েদ কবির সোহাগের কাছে ফোন করে জানতে চাইলে, উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ বলেন, আমি চট্টগ্রাম শহরে ছিলাম। কলেজের দুই শিক্ষক ও এক কর্মচারীর বিরুদ্বে শিক্ষার্থীরা সরকার বিরোধী কর্মকান্ড ও অনিয়মের অভিযোগ এনে তাদের কলেজের চাকুরী থেকে অপসারন করার দাবীতে বিক্ষোভ করেছে মর্মে কলেজের অধ্যক্ষ সেলিম নেওয়াজ চৌধুরী আমাকে ফোন করে জানিয়েছেন । আগামী রবিরার কলেজের দু শিক্ষক হবিবুল্লাহ, অতিকউল্ল্রাহ ও এক কর্মচারী এনামুল হককে ডেকে ও শিক্ষার্থীদের অভিযোগ শুনে তদন্তপুর্বক ব্যবস্থা নেওয়া হবে ।











