সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের কদমরসুল এলাকায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সাদ্দাম হোসেন আল কাদেরী (৩৫) নামের এক মাদ্রাসাশিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি ওই এলাকার নেয়ামত আলী শাহ জামে মসজিদের খতিব।
বুধবার (১৭ নভেম্বর) সকালের দিকেআগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন
মা ও শিশু হাসপাতালের পরিচালক ডা. নুরুল হক। তিনি বলেন, সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের কদমরসুল এলাকা থেকে আসা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সাদ্দাম হোসেন আল কাদেরী নামের একজনের মৃত্যু হয়েছে।
জানা গেছে, সাদ্দাম হোসেনের বাড়ি সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের ফৌজদারহাট। তিনি উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের কদমরসুল এলাকার গাউসিয়া তৈয়বিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক। চার বছর বয়সী ছেলে ও এক বছর বয়সী মেয়ের বাবা তিনি।
সাদ্দামের বড় ভাই মো. মহসিন বলেন, দুই দিন আগে তার জ্বর ও শরীরের বিভিন্ন স্থানে ব্যথা শুরু হয়। পেটও ফুলে যায়। পরে আমরা তাকে উপজেলার বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালে ভর্তি করি। সেখান থেকে চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে নেওয়া হয়। পরে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা–নিরীক্ষার পর ডেঙ্গু ধরা পড়ে। এর পর আজ বুধবার সকালে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে তার মৃত্যু হয়।









