খাস খতিয়ানভুক্ত নালার জায়গা দখল করে ভবন!

নগরীর চকবাজার থানাস্থ বাকলিয়া ডিসি রোড এলাকায় ১নং খাস খতিয়ানভুক্ত(বিএস ২৩৯০৮) নালা পাশ্ববর্ত্তী প্লটের মালিক জনৈক মো. ইকবাল জবরদখল করে রেখেছেন জানিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর কাছে অভিযোগ করেছেন বাকলিয়া দেওয়ান বাজার এলাকার বাসিন্দারা। এলাকার বাসিন্দারা সম্প্রতি টাইগারপাসস্থ কর্পোরেশন অফিসের মেয়র দপ্তরে গিয়ে তাঁর কাছে লিখিত অভিযোগ জমা দেন।
এসময় মোহাম্মদ মিয়া তালুকদার, আহমদ এনামুল হক, মো. জাহাঙ্গীর, রাজিব চক্রবর্ত্তী, শাহাদাত ওসমান, নজরুল ইসলাম মিন্টু, হায়দার আলী উপস্থিত ছিলেন।
এলাকার বাসিন্দাদের অভিযোগে জানা যায় বাকলিয়া দেওয়ান বাজার ডিসি রোড এলাকায় ১নং খাস খতিয়ানভুক্ত বিএস ২৩৯৮ দাগের, ১৩২৬শতাংশ জায়গা সরকারি নামি নালা হিসেবে খতিয়ানে চিহ্নিত আছে। অথচ এই দাগের জায়গা ডিসি রোড সংলগ্ন চান মিয়া সওদাগর রিয়েল এষ্টেট নামকরণ করে অন্যায়ভাবে ৬টি আবাসিক ভবন নির্মাণে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ থেকে অনুমোদন নিয়েছেন অভিযুক্ত চাঁন মিয়া সওদাগর রিয়েল এষ্টেটের সাথে সংশ্লিষ্ট মো. ইকবাল। অভিযোগে আরো জানা যায় বিএস খতিয়ান উল্লেখিত দাগের নালা হিসেবে পানি চলাচলের পথ। উক্ত জায়গা জবর দখল করায় পানি নিস্কাশন বাধাপ্রাপ্ত হচ্ছে। এতে বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে বলে জানা যায়। অভিযোগের বিষয়ে সিটি মেয়র অবগত হয়ে বলেন, যেহেতু অভিযুক্ত স্পট বা জায়গায় সিডিএ ভবন নির্মাণের অনুমোদন দিয়েছে, তাই এই বিষয়ে যথাযথভাবে তদন্ত করে নিশ্চিত হওয়া প্রয়োজন এটা সরকারি খাস খতিয়ানভুক্ত জায়গা কি না।
মেয়র সরজমিন পরিদর্শন ও তদন্তপূর্বক অভিযোগের দ্রুত নিষ্পত্তির জন্য কর্পোরেশনের ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, যদি দখলে থাকা জায়গা সরকারি খতিয়ানভুক্ত বলে প্রমাণিত হয় তাহলে সে ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। কোন অবস্থাতেই সরকারি নালার জায়গা দখল করে পানি নিস্কাশনকে বাধাগ্রস্থ করলে তা মেনে নেয়া হবে না।