রাউজানে পুলিশের অভিযানে দুধর্ষ ডাকাত রিয়াজ অস্ত্র গুলি সহ আটক

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের রাউজানের দুর্ধর্ষ ডাকাত রিয়াজ উদ্দিন (৪০) হয়ে উঠেন অবৈধ অস্ত্র ব্যবসায়ী৷ বিক্রি করতেন অবৈধ দেশি-বিদেশি অস্ত্র। অবশেষে পুলিশের জালে ধরা। গতকাল বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ৷ এর আগে গত মঙ্গলবার রাতে রাউজান উপজেলার নোয়াপাড়া উচ্চ বিদ্যালয় গেইটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের চৌধুরী হাট এলাকার প্রয়াত নাছির উদ্দিনের ছেলে। তার কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি, পাঁচ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ অস্ত্র ব্যবসায়ী রিয়াজ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। বিক্রির উদ্দেশে সে অস্ত্র ও কার্তুজ নিয়ে ক্রেতার অপেক্ষায় ছিলেন বলে স্বীকার করেছে। অস্ত্র আইনে মামলা রুজু শেষে চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। ধৃত অস্ত্র ব্যবসায়ীর বিরুদ্ধে রাউজান থানায় একটি ডাকাতি মামলা ছিল বলে দাবি এই কর্মকর্তার।