রাউজানে চিকদাইরে ফাতেহায়ে ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্টিত
শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
রাউজানে চিকদাইরে হাজী চাঁন মিয়া সারাং জামে মসজিদ পরিচালনা পরিষদ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।গত ১৫ নভেম্বর সোমবার বাদে মাগরিব চিকদাইর হাজী চাঁন মিয়া সারাং জামে মসজিদস্থ আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন অত্র মসজিদের খতিব আল্লামা সৈয়দ পেয়ার মোহাম্মদ।প্রধান বক্তা ছিলেন হযরতুলহাজ্ব আল্লাামা অধ্যক্ষ হাসান রেজা আল্-কাদেরী ।বিশেষ বক্তা ছিলেন আবুল বশর মাইজভান্ডারী। সাইফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন হাজী চাঁন মিয়া সারাং জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হাজী আবু তাহের, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকের হোসেন মাষ্টার মোহাম্মদ কামাল উদ্দিন,মাওলানা হাসান,জসিম উদ্দিন, মোহাম্মদ সেলিম অনেকেই ।
রাউজানে মানবিকতার এক উজ্ঝল দৃষ্টান্ত আজিজুর রহমান ফাউন্ডেশন
রাউজান পৌরসভার ৮নং ওয়ার্ডের হাজী এলাকার বাসিন্দ্বা ব্যবসায়ী ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব শাহাজাহান ইকবাল তার পিতা মরহুম আজিজুর রহমানের নামে আজিজুর রহমান ফাউন্ডেশন প্রতিষ্টা করেন । আজিজুর রহমান ফাউন্ডেশন প্রতিষ্টালগ্ন থেকে রাউজানের সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরীর নির্দেশে ও সহায়তায় এলাকায় মানিবিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে ব্যবসায়ী আলহাজ্ব শাহজাহান ইকবাল । এলাকার দরিদ্র পরিবারকে স্বাবলম্বী করার লক্ষ্যে গাভী গরু ক্রয় দিয়েছেন। দরিদ্র পরিবারের ুিববাহের উপযুক্ত কন্যাকে বিবাহের জন্য অর্থ সহায়তা, অসুস্থ ব্যক্তিকে চিজকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান, দরিদ্র পরিবারের সদস্যদেরকে পরিবার পরিজন নিয়ে বসবাস করার জন্য সেমিপাকাঘর নির্মান করে দিয়েছেন । প্রতি বৎসর রমজান মাসে দরিদ্র পরিবারকে খাদ্য সামগ্রী, ইফতার সামগ্রী প্রদান, ঈদের সময় ঈদ বস্ত্র ও খাদ্য বিতরন, শবেকদর, শাবেবরাত মুহরমের সময়ে এলাকার দরিদ্র পরিবারকে গরু জবাই করে মাংস ও মুরগী সহ খাদ্য বিতরন, দরিদ্র পরিবারের ছেলে মেয়ের লেখাপড়ার জন্য আর্থিক সহায়তা প্রদান, দরিদ্র পরিবারের ছেলে সন্তানের প্রবাসে যেতে সহায়তা প্রদান করে আসছেন । এলাকার ৫৩ জন নারী পুরুষকে নিজের অর্থে ওমরা হজ্ব করানো হয় । রাউজানে মানবিক কর্মকান্ডে আজিজুর রহমান ফাউন্ডেশন সমাজ সেবায় এক উজ্জল দৃষ্টান্ত রেখে আসছে । এছাড়া রাউজানের সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরীর নির্দেশনায় ও সহায়তায় সমাজ সেবী সংগঠন আজিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্যবসায়ী আলহাজ্ব শাহাজাহান ইকবাল ঢেউয়া হাজী পাড়া জামে মসজিদ, হজরত মাওলানা কলিমউল্ল্যাহ শাহ (রঃ) এর মাজার, হজরত মাওলানা এজবত উল্ল্রাহ শাহ (রঃ) এর মাজার, হজরত রুস্তম শাহ (রঃ) এর মাজার নির্মান করেন । এছাড়া ও ঢেউয়া হাজী পাড়া জামে মসজিদের খতিব মরহুম মাওলানা মাকসুদ হোসাইনের স্মৃতিকে নতুন প্রজ্জমের কাছে তুলে ধরার জন্য মসজিদের পাশে পুকুরের পাড়ে হজরত মাওলানা মাকসুদ হোসাইন উদ্যান নির্ম্ন করে দেয় । এলাকার মানুষ মারা গেলে দাফন করার জন্য ঢেউয়া হাজী পাড়া কবরস্থান নির্মান করেন। এলাকার এতিম ছেলে মেয়েদের লেখাপড়া করার জন্য নির্মান করেন আমিন আজিজ হেফজখানা ও এতিমখানা । আমিন আজিজ হেফজ খানা ও এতিম খানায় শতাধিক দরিদ্র এতিম শিক্ষার্থীকে লালন পালন করে লেখাপড়া করাচ্ছেন আজিজুর রহমান ফাউন্ডেশন । ঢেউয়া হাজী পাড়া জামে মসজিদের জন্য মসজিেেদর জমিতে আবাসিক পাকা ভবন নির্মান করে ভবনটি ভাড়া দিয়ে ভবনের ভাড়ার টাকায় মসজিদ পরিচালনা করছেন । সমাজ সেবী সংগঠন আজিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান রাউজান উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব শাহজাহান ইকবাল বলেন, ব্যবসা করে যে টাকা আয় করি আয়ের টাকা দিয়ে এলাকার দরিদ্র পরিবারের মুখে হাসিঁ ফুটাতে চায় । নিজের অর্থায়নে মানবিক কর্মকান্ড করার পর দরিদ্র পরিবারের সদস্যদের মুখের হাসি দেখে নিজেই আনন্দিত হয় । সমাজ সেবী সংগঠন আজিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান রাউজান উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব শাহজাহান ইকবাল রাউজানের সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরীর সহায়তায় রাউজান পৌরসভার ৮নং ওয়ার্ডের সাবেক মহিলা কাউন্সিলর নুর আয়েশা, হাজী পাড়া এলাকার দরিদ্র রহিমা খাতুন, মুকুল মিয়াকে পরিবার পরিজন নিয়ে বসবাস করার জন্য তিনটি নতুন ঘর নির্মান করে দেয় বলে জানান হাজী পাড়া এলাকার বাসিন্দ্বা সাইফুউদ্দিন বাবর, এম জে হায়দার। আরো ২টি পরিবারকে নতুন ঘর নির্মান করে দেওয়ার উদ্যোগে নেওয়া হয়েছে । এলাকার ৫৩ জন নারী পুরুষকে সমাজ সেবী সংগঠন আজিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান রাউজান উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব শাহজাহান ইকবাল নিজের অর্থে ওমরা হজ্ব করিয়েছে । আরো ২ জনকে এবার ওমরা হব্জে¦ পাঠানোর উদ্যোগ নিয়েছে । দরিদ্র মুকুল মিয়া বলেন, আমি রং মিস্ত্রির কাজ করি । প্রতিদিন পরিশ্রম করে যে টাকা আয় করি ঐ টাকা দিয়ে পরিবারের খরচ বহন করতে হয় । আমার ঘরটি জরার্জীন হয়ে পড়ে । এমতবস্থায় সমাজ সেবী সংগঠন আজিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান রাউজান উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব শাহজাহান ইকবাল তার টাকায় আমাকে নতুন ঘর নির্মান করে দেয় । নতুন ঘরে আমি আমার পরিবার পরিজন নিয়ে বসবাস করে আল্লাহুর কাছে দোয়া করছি সমাজ সেবী সংগঠন আজিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান রাউজান উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব শাহজাহান ইকবালের দীর্ঘায়ু দেওয়ার জন্য । সমাজ সেবী সংগঠন আজিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান রাউজান উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব শাহজাহান ইকবাল রাউজানের সাংসদ ফজলে করিম চৌধুরীর নির্দেশে রাউজান জলিল নগর বাস ষ্টেশন থেকে হাজী পাড়া পর্যন্ত হাফেজ বজলুর রহমান সড়কের পাশে ও হাজী পাড়া এলাকায় বিভিন্ন সড়কে সড়কবাতি স্থাপন করেন । সমাজ সেবী সংগঠন আজিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান রাউজান উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব শাহজাহান ইকবালের মানবিক কর্মকান্ড রাউজানে সর্ব মহলে প্রশংসিত হয়ে উঠেছে ।









