ফকির আহমদের অমানবিক মৃত্যুতে বিএনপির তীব্র নিন্দা ও ক্ষোভ

রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলায় চট্টগ্রাম কারাগারে বন্দি অবস্থায় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ও মীরসরাই পৌর বিএনপির আহবায়ক ফকির আহমদের অস্বাভাবিক মৃত্যুতে গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান ও ও সদস্য সচিব মোস্তাক আহমেদ খান।

মঙ্গলবার (১৬ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বর্তমান নিষ্ঠুর আওয়ামী সরকারের আমলে কারাবন্দী বিএনপি নেতাকর্মীদের প্রতি অমানবিক আচরণ এবং চিকিৎসায় চরম অবহেলার কারণে জেলখানায় অহরহ মৃত্যুর ঘটনা ঘটছে। এরই ধারাবাহিকতার শিকার হয়েছেন ফকির আহমদ। তাঁর বাড়ি মীরসরাই পৌরসভায় হলেও তাকে আসামী করা হয়েছে হাটহাজারীর মন্দির ভাংচুরের কথিত মামলায়। এ কথা কেউ বিশ্বাস করবে না যে, একজন বয়স্ক ব্যক্তি হাটহাজারীতে গিয়ে মন্দির ভাংচুর করবে। শুধুমাত্র বিরোধী দলকে দমন করার জন্য গায়েবী মামলা দিয়ে নেত্কার্মীদের পরিকল্পিতভাবে নির্যাতন-নিপীড়ন করা হচ্ছে। এদেশে আজ কারো জীবন নিরাপদ নয়। বিরোধী দলের নিরাপরাধ মানুষ গুলোকে ধরে নিয়ে কারান্তরীণ করে রাখছে। মানুষ আজ ন্যায় বিচার থেকে বঞ্চিত। আদালতে বিচার নেই। সর্বক্ষেত্রে প্রেসক্রিপশনের মধ্য দিয়ে দেশ পরিচালিত হচ্ছে। কারাবন্দি ফকির আহমেদের অবহেলা ও বিনা চিকিৎসায় মৃত্যু তারই অংশ। নেতৃবৃন্দ বলেন, জোর করে রাষ্ট্র ক্ষমতা দখলকারী বর্তমান সরকার দেশব্যাপী বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়ের করে গ্রেফতারের মাধ্যমে কারাগারে প্রেরণ করে ভয়াবহ দুঃশাসনের এক জঘন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। সরকার নিজেদের কর্তৃত্ববাদী শাসন পাকাপোক্ত করতেই বিরোধী মতের নেতাকর্মী ও জনগণের ওপর হিং¯্র আচরণ অব্যাহত রেখেছে। বিভিন্ন বাহিনীকে অন্যায়ভাবে নিজেদের হীন স্বার্থে অপব্যবহার করে সরকার তাদেরকে জনগণের মুখোমুখী দাঁড় করাচ্ছে। মানুষের কল্যাণে কাজ না করে ক্ষমতার দাম্ভিকতায় ত্রাস সৃষ্টির মাধ্যমে দেশকে গভীর সঙ্কটে নিপতিত করছে। সারাদেশে গুম, খুন, অপহরন ও বিচারবর্হিভূত হত্যা চালিয়ে দেশকে ত্রাসের রাজ্যে পরিণত করেছে। নেতৃবৃন্দ ফকির আহমদের অমানবিক মৃত্যুর ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।