ঘুম থেকে তুলে নিয়ে মিথ্যে গায়েবী মামলায় আটকে রেখে মারা হলো- বেলয়েত

চট্টগ্রাম উওর জেলা বিএনপি নেতা ইন্জিনিয়র বেলায়েত বলেন বিএনপি করার কারণে গভীর রাতে মিরেরশ্বরাই গ্রামের বাড়ীতে ঘুম থেকে তুলে হাটহাজারীর একটি মিথ্যে বানোয়াট মামলায় সন্দেহ জনক ভাবে আসামী করে কারাগারে আটকে রাখে চট্টগ্রাম উওর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য প্রবীণ নেতা একজন সাদা মনের মানুষ ফকির আহাম্মদ প্রায় এক মাস কারাগারে থাকা অবস্থায় মৃত্যু বরণ করেন। তাঁর এ-ই অস্বাভাবিক মৃত্যু কোন ভাবে মেনে নিতে পারি না।

ফকির ভাই কোন অপরাধ করেন নাই। বিএনপির প্রতিষ্ঠা কালীন সময় থেকে আজ পর্যন্ত দলের মৃত্যুর আগ পর্যন্ত কার্যক্রম করেছেন।
অত্যন্ত অমায়িক বন্ধুবাৎসল কর্মী বান্ধব এ-ই নেতার মৃত্যু খবর পেয়ে চলে গেলাম চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে। একে একে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম সহ দীর্ঘদিনের উওর জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভা বিএনপি ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ এক নজর দেখার জন্য মর্গে উপস্থিত হয়। মর্গের পরিবেশ ভারী হয়ে যায়।
গণতন্ত্রের জন্য আন্দোলন সংগ্রাম করেছেন এ-ই বয়সে কিন্তু হঠাৎ সুস্থ মানুষটিকে মরতে হলো হাসিনার নিষ্ঠুরতম শাসনের গায়েবি মামলার আসামি হয়ে কারাগারে। আল্লাহ তুমি এ-ই অন্যায়ের বিচার কর। আল্লাহ তুমি ফকির ভাইকে বেহেশত বাসী কর।