ভর্তি পরীক্ষায় চুয়েট ছাত্রলীগের নানা কর্মসূচি

চুয়েট-কুয়েট-রুয়েট সমন্বিত ভর্তি পরীক্ষা-২০২১ উপলক্ষে পরীক্ষার্থীদের সুবিধার্থে নানা কর্মসূচি গ্রহণ করেছে চুয়েট ছাত্রলীগ। গতকাল (শুক্রবার)  ১২ নভেম্বর থেকে এসব কর্মসূচি পালন করে সংগঠনের নেতাকর্মীরা।

নগরের কদমতলী রেল স্টেশন, একে খান, গরীবুল্লাহ শাহ মাজার (দামপাড়া), জিইসি মোড়, অক্সিজেন মোড়, বহদ্দারহাট, কাপ্তাই রাস্তার মাথা ও কুয়াইশ রাস্তার মাথায় অস্থায়ী হেল্প ডেস্কে অবস্থান নেওয়া স্বেচ্ছাসেবকগণ চট্টগ্রাম শহর হতে ক্যাম্পাসে আসার পথ ও যানবাহনের নির্দেশনাসহ নানা প্রকার সহযোগিতা করেন।

ভর্তি পরীক্ষার দিন ক্যাম্পাসের সামনের পাহাড়তলী, ক্যাম্পাসের গেইট এবং ক্যাম্পাসের গোলচত্বরে ভর্তি পরীক্ষাদের যেকোনো দিক-নির্দেশনা প্রদানের জন্য ক্যাম্পাসের ভেতরে আরো একটি হেল্প-ডেস্ক স্থাপন করে হয়েছিলো এবং সেখান থেকে ছাত্রলীগের স্বেচ্ছাসেবক টিম সার্বিক সহযোগিতা প্রদান করেন। এছাড়া ভর্তি পরীক্ষার দিন চুয়েট গেইটে যেনো কোনো ধরণের জ্যাম না হয় সেজন্য ট্রাফিক পুলিশের সাথে ছাত্রলীগের বিশ জন স্বেচ্ছাসেবক সার্বক্ষণিক সহযোগিতায় ছিলেন।

স্থায়ী তথ্যকেন্দ্র থেকে সার্বিক মনিটরিংয়ের দায়িত্বে ছিলেন- বিজ্ঞান বিষয়ক সম্পাদক সাগরময় আচার্য , সাহিত্য বিষয়ক সম্পাদক আবরার আহমেদ, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক উপ-সম্পাদক সৌম্য, সাহিত্য বিষয়ক উপ-সম্পাদক রাকিব উদ্দীন চৌধুরী, ক্রীড়াবিষয়ক উপ-সম্পাদক রাশেদুজ্জামান পুলোক, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক উপ সম্পাদক আতাউল্লাহ জয়, আপ্যায়ন বিষয়ক উপ-সম্পাদক ফারদিন খান,তথ্য ও গবেষণা বিষয়ক উপ-সম্পাদক রিফাত হাসান রনি, আইন বিষয়ক উপ-সম্পাদক জয়,কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক উপ-সম্পাদক ঋত্বিক মুরাল। এছাড়া সদস্য ও সহ সম্পাদক মন্ডলীর মাঝে ছিলেন নাজমুল হাসান প্রান্ত, আব্দুল আহাদ আবির, ফাহিম মুনতাসির হিমেল, ম্যাক আসিফ।

ছাত্রলীগের নেতৃবৃন্দ বলেন “পরীক্ষার্থীদের মাঝে আমরা  কলম ,খাবার পানি এবং মাস্ক  বিতরণ করেছি। তারা যেন সুষ্ঠুভাবে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে এবং কোন ধরণের সমস্যার মুখোমুখি  না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখে চুয়েট ছাত্রলীগ।”