নিজ ঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

নিজ ঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেলিম আহম্মদ (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ নভেম্বর) বিকেল তিনটার দিকে চকবাজার থানাধীন খালপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সেলিম চকবাজারের ঘাসিয়া পাড়ার মৃত কবির আহম্মদের ছেলে। তিনি পেশায় একজন ইলেকট্রিশিয়ান (বিদ্যুৎ মিস্ত্রী)।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, বিকেল তিনটার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চকবাজারের খালপাড় এলাকা থেকে এক ব্যক্তিকে নিয়ে আসা হয়। জুরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।