তৈল, গ্যাস ও দ্রব্যমূল্যের উর্ধগতিতে জনগণ চরম দুর্ভোগ পোহাচ্ছে

জ্বালানী তৈল, গ্যাস, পরিবহন ভাড়াসহ দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধগতির প্রতিবাদে বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র উদ্যোগে দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক ও নগর বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে নগরীর কালামিয়া বাজারস্থ একটি কমিউনিটি সেন্টারে অদ্য বিকাল ৩ ঘটিকার সময় এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী বলেন, মহামারী করোনা কাটিয়ে না উঠতেই সরকার তৈল, গ্যাস, পরিবহন ভাড়া বাড়িয়ে জনগণকে দুর্ভোগে ফেলেছে। তৈল, গ্যাসহ দ্রব্যমূল্যের উর্ধগতিতে জনগণ চরম দুর্ভোগ পোহাচ্ছে। তৈল, গ্যাস, চাউল, সবজিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমিয়ে জনসাধারণের ক্রয়ক্ষমতার আওতায় আনতে হবে। অন্যথায় বিক্ষুব্ধ জনতাকে সাথে নিয়ে সরকার পতন আন্দোলন জোরদার করা হবে। সভাপতির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক ও নগর বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান বলেন, জ্বালানী তেলের মূল্যবৃদ্ধির ফলে দরিদ্র্যের সংখ্যা আরো বৃদ্ধি পাবে। জনজীবনে দুর্ভোগ আরো বাড়বে। কিন্তু জনবিচ্ছিন্ন সরকার এসবের তোয়াক্কা না করে ক্রমাগত সবকিছুর দাম বাড়িয়ে চলেছে। ডিজেল, কেরোসিন, এলপিজি গ্যাসের দাম কমাতে হবে। আগামীতে আন্দোলন সংগ্রামে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে জনগণের অধিকার আদায়ে ঝাঁপিয়ে পড়তে হবে। সভায় আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ এনামুল হক এনাম, আলহাজ্ব মোশাররফ হোসেন, এডভোকেট ইফতেখার মহসিন, চন্দনাইশ জেলা বিএনপি’র আহ্বায়ক নুরুল আনোয়ার চৌধুরী, মুজিবুর রহমান, লায়ন হেলাল উদ্দিন, এডভোকেট শওকত ওসমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মো. শাহজাহান, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মো. শহীদুল আলম শহীদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম রাহী, জেলা মহিলা দল নেত্রী আফরোজা বেগম জলি। বিক্ষোভ সমাবেশে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য আবদুল গফ্ফার চৌধুরী, এডভোকেট মো. ফোরকান, হুমায়ুন কবির আনছার, মেজবাহ উদ্দিন চৌধুরী জাহেদ, বোয়াখালী উপজেলা বিএনপি’র আহ্বায়ক ইসহাক চৌধুরী, বাঁশখালী উপজেলা বিএনপি’র সদস্য সচিব রেজাউল হক চৌধুরী, লোহাগাড়া উপজেলা বিএনপি’র সদস্য সচিব সাজ্জাদুর রহমান চৌধুরী, পটিয়া উপজেলা বিএনপি’র সদস্য খোরশেদুল আলম, হাজী রফিকুল আলম, চন্দনাইশ উপজেলা বিএনপি’র সদস্য সচিব আ.ক.ম মোজাম্মেল হক, কর্ণফুলী উপজেলা বিএনপি’র সদস্য সচিব হাজী ওসমান গণি, বাঁশখালী পৌরসভা বিএনপি’র সদস্য সচিব খোরশেদুল আলম আইয়ুব, বোয়ালখালী পৌরসভা বিএনপি’র আহ্বায়ক শহীদুল্লা চৌধুরী, চন্দনাইশ পৌরসভা বিএনপি’র আহ্বায়ক মাহমুদুর রহমান মাদু, সদস্য সচিব মাহবুবুল আলম চৌধুরী, দোহাজারী পৌরসভা বিএনপি’র আহ্বায়ক নুর মোহাম্মদ, সদস্য সচিব টপটেন কামাল, আবুল কালাম আবু, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মনজুর আলম তালুকদার, ওলামা দলের সদস্য সচিব মাহাফুজুর রহমান আনিছ, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ফৌজুল কবির ফজলু, সিনিয়র যুগ্ম সম্পাদক আবদুস সবুর, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক ও সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কে.এম আব্বাস সহ প্রমুখ।