নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন বলেছেন, আমাদের মধ্যে চেতনাগত ও মনোগত পরিবর্তন হয়নি বলে অসাম্প্রদায়িক বাংলাদেশের ভারমূর্তি বার বার ক্ষুণ্ন হচ্ছে। দল ক্ষমতায় আছে বলে সংখ্যাগত পরিসংখ্যান বাড়ছে, তবে গুণগত পরিবর্তন হয়নি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার এত অর্জন ও কীর্তি আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারিনি বলেই আজ অশুভ অপশক্তি ফণা তুলছে। আমাদের নিজেদের মধ্যে আত্মশুদ্ধি প্রয়োজন, দলের প্রতি আনুগত্য প্রয়োজন, সব চেয়ে বড় প্রয়োজন দেশপ্রেম। তাই ব্যক্তি স্বার্থ বাদ দিয়ে আমাদের সর্বজনীন হতে হবে।
বুধবার (১০ নভেম্বর) সকালে থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে নগর আওয়ামী লীগের উদ্যোগে সংগঠনের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও আলকরণ ওয়ার্ডের চার বারের নির্বাচিত কমিশনার এমএ রশীদের প্রথম মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় এসা কথা বলেন।
তিনি বলেন, কঠিন সময় উত্তরণে রাজপথের নেতা-কর্মীদের একজন কৌশলগত পরামর্শক ছিলেন এমএ রশীদ। এ ধরনের সদাচারী ও শুদ্ধাচারী মানুষ হারিয়ে যাচ্ছেন। তাদের শুভ সুকৃতিকে সুরক্ষা করতে হবে।
সভাপতির বক্তব্যে নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, চট্টগ্রামে আওয়ামী রাজনীতি ঘরানাকে যারা প্রতিষ্ঠিত করেছেন তাদের স্মরণে-মননে ধারণ করতে হবে। প্রয়াত এমএ রশীদ এমন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, যিনি সফল জনপ্রতিনিধি। তাকেও বর্তমান প্রজন্মকে অন্তরে ধারণ করতে হবে।
নগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন নগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, খোরশেদ আলম সুজন, আলতাব হোসেন বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, শফিক আদনান, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, বন ও পরিবেশ সম্পাদক মশিউর রহমান চৌধুরী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ হোসেন, কার্যনির্বাহী সদস্য আলী খান, থানা আওয়ামী লীগের হারুনুর রশিদ, সিদ্দিক আলম, ওয়ার্ড আওয়ামী লীগের জহুরুল আলম জসীম, সিরাজুল ইসলাম, গোলাম মোহাম্মদ জোবায়ের, আবদুস সালাম মাসুম, মরহুমের সন্তান আমিনুর রশীদ রাজা।
উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য শেখ মোহাম্মদ ইসহাক, সদস্য চৌধুরী হাসান মাহামুদ হাসনী, সৈয়দ হাসান মাহামুদ সমশের, জহুর আহমেদ, মাহাবুবুল হক মিয়া, আবু তাহের, শহিদুল আলম, নির্বাহী সদস্য আবুল মনছুর, সাইফুদ্দীন খালেদ বাহার, ড. নেছার উদ্দিন আহমেদ মঞ্জু, পেয়ার মোহাম্মদ, মো. জাবেদ, বেলাল আহমেদ, মোরশেদ আকতার চৌধুরী প্রমুখ। মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন দারুল ফজল মার্কেট মসজিদের পেশ ইমাম ফজল আহমেদ।











