শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের রাউজান উপজেলার ডাবুয়া থেকে নিখোজ দু বোন স্কুল শিক্ষাথী র্যাব দক্ষিন চট্টগ্রামের লোহাগাড়া থেকে উদ্বার করেছে র্যাব । গত ৬ নভেম্বর শনিবার দিবাগত রাতে দু বোনকে র্যব উদ্বার করে। গতকাল ৭ নভেম্বর রবিববার সকালে উদ্বার হওয়া দু বোন নিঝুম শীূল (১৬) ও তার বোর প্রতিবন্দ্বী বোন ঋতিকা শীূল (৮) কে রাউজান থানায় সোপর্দ করে র্যাব । নিঝুম শীল কে বিয়ের প্রলোভন দেখিয়ে নিঝুম শীূল ও তার বোন প্রতিবন্দ্বী ঋতিকা শীলকে কৌশলে অপহরন করে বলে মামলার অভিযোগে জানা গেছে । দু বোন নিরুদ্দেশ হওয়ার পর তাদের চাচা ঝন্টু শীল বাদী হয়ে রাউজান থানায় গত ২৯ সেপ্টেম্বর রাউজান থানায় সাধারন ডাইরী করেন । গতকাল ৭ নভেম্বর রবিবার দু ওেবান উদ্বারের পর পুনরায় নিঝুম শীলের চাচা ঝন্টু শীল বাদী হয়ে তিনজনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন আইন ও বিয়ের প্রলোভন দেখিয়ে নিঝুম শীল ও তদার প্রতিবন্দ্বী বোনকে অপহরনের অভিযোগ করে রাউজান থানায় মামলা দায়েরে করেন বলে রাউজান থানার ওসি আবদুল্ল্যাহ আল হারুন জানান। গতকাল রাউজান থানা পুলিশ নিঝুম শীল ও তার বোন ঋতিকা শীলকে আদালতে সোর্পদ করেন । গত ২৮ সেপ্টেম্বর ডাবুয়া ইউনিয়নের ডাবুয়ার প্রবাসী মিন্টু শীলের দুই কন্যা ডাবুয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নিঝুম শীল তার বোন প্রতিবন্দ্বী ঋতিকা শীলকে নিয়ে ঘর থেকে বের হয়ে স্কুলে যায় । স্কুল থেকে দু বোন আর ঘরে ফিরে আসেনি ।
এই ঘটনার পর থেকে দুই শিক্ষার্থীর সন্ধানে বেশ তৎপর ছিল তাদের প্রতিবেশি ইউপি সদস্য মিঠু শীল। গত ৬ নভেম্বর রাতেই দু বোনকে উদ্বার করেছে বলে জানান মেম্বার মিটু শীল
নিখোঁজ শিক্ষার্থী নিঝুম শীলের সাথে দক্ষিণ চট্টগ্রামের লোহাগড়া উপজেলার এক সৌদি প্রবাসীর সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। পুলিশ তখন এই তথ্যের সূত্র ধরে সেখানে তদন্তে গিয়ে না পেয়ে তখন ফিরে এসেছিল। র্যাব দক্ষিন চট্টগ্রামের লোহাগাড়া থেকে তার প্রেমিক প্রবাসীর ঘর থেকে উদ্ধার করে ।










