পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে ৫০তম জাতীয় সমবায় দিবস উদযাপনের উদ্যোগকে স্বাগত জানান। এ বছর জাতীয় সমবায় দিবসের প্রতিপাদ্য ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ অত্যন্ত সময়োপযোগী হয়েছে বলে তিনি উল্লেখ করেন।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজন্ম লালিত স্বপ্ন ছিল ক্ষুধা, দারিদ্র্য ও শোষণমুক্ত সোনার বাংলাদেশ বিনির্মাণ। সমবায়কে তিনি উন্নয়নের অন্যতম প্রায়োগিক পদ্ধতি হিসেবে বিবেচনা করেছিলেন। সমবায় সম্পর্কে বঙ্গবন্ধুর চিন্তাধারা ছিল গভীর এবং ব্যাপক।
জাতীয় সমবায় দিবস-২০২১ উপলক্ষে সফল সমবায়ী হিসেবে সম্মাননা পেয়েছেন দি চিটাগং অফিসার্স কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের নাজির মোহাম্মদ জামাল উদ্দিন। আজ ৬ নভেম্বর ২০২১ ইংরেজি শনিবার সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম নগরীর ষোলশহরস্থ এলজিইডি মিলনায়তনে বিভাগীয় সমবায় দপ্তর আয়োজিত দিবসটির অনুষ্ঠানের সভাপতি চট্টগ্রাম কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ও সিটি করপোরেশনের সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দিনের কাছ থেকে তিনি সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে-‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’। ৫০তম জাতীয় সমবায় দিবসের অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ কামরুল হাসান এনডিসি। বিশেষ অতিথি ছিলেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ ইকবাল হোসেন ও চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের উপ-পরিচালক (স্থানীয় সরকার) ডঃ মোঃ বদিউল আলম। সফল সমবায়ীর সম্মাননা ক্রেস্ট গ্রহণকালে জামাল উদ্দিনের সাথে উপস্থিত ছিলেন তার সংগঠনের নির্বাহী সদস্য অরুণ কান্তি মল্লিক।











