দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় তৃণমূল পর্যায় থেকে ছাত্রদলকে সুসংগঠিত করার লক্ষ্যে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাংগঠনিক টিমের উদ্যোগে পাঁচলাইশ থানা ও এর আওতাধীন ওয়ার্ড ছাত্রদল নেতৃবৃন্দের সাথে সাংগঠনিক টিমের এক কর্মী সভা অদ্য ৬ অক্টোবর বিকাল ৩টায় অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য আব্বাস উদ্দিন এর সভাপতিত্বে ও সদস্য রকি হোসেন পিচ্ছির সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আরিফুর রহমান ও প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে আরিফুর রহমান বলেন,
দ্রব্য মূল্যের লাগামহীন উর্ধ্বগতিতে দেশের মানুষের মাঝে এক হাহাকার পরিস্থিতি বিরাজ করছে। দুর্নীতি আর লুটপাট ছাড়া আর কোন সফলতা এই সরকারের ঝুলিতে নেই। এই স্বৈরাচারী সরকারের পতন ছাড়া দেশ ও জনগণের মুক্তি হবে না। প্রধান বক্তার বক্তব্যে ইসমাইল হোসেন বলেন, ইউনিট পর্যায় থেকে সুসংগঠিত হয়ে ছাত্রদলকে গণতন্ত্র পূনঃপ্রতিষ্ঠার এক দফা আন্দোলনে ঐক্যবদ্ধভাবে সামিল হয়ে জনগণের সরকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখতে হবে।
এসময় উপস্থিত ছিলেন পাঁচলাইশ থানা, ওয়ার্ড ও ইউনিটের অসংখ্য নেতৃবৃন্দ।











