উঠান বৈঠকে ব্যাস্ত ইউপি প্রার্থীরা

মির্জা মিজান:: তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাটহাজারী উপজেলার ১৩ টি ইউনিয়নে চেয়ারম্যান ও সাধারণ সদস্য পদে প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই-বাছাই শেষ হয়েছে। বইতে শুরু করেছে হাটহাজারীর বিভিন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের হাওয়া। চায়ের দোকার, হাট-বাজারে জমে উঠেছে সাধারণ ভোটারদের চায়ের আড্ডা। প্রায় প্রতিদিনই এলাকার সম্ভাব্য প্রার্থীরা সভা সমাবেশ, উঠান বৈঠক করছেন। নানান আশ্বাস আর প্রতিশ্রুতি দিয়ে ছুটছেন সাধারণ ভোটারদের কাছে।

বিভিন্ন সূত্রে জানা গেছে, চেয়ারম্যান প্রার্থী আকতার সুমন মির্জাপুর এলাকায় নিয়মিত ভোটারদের কাছে ছুটছেন। দিচ্ছেন নানান ধরনের আশ্বাস ও প্রতিশ্রুতি। এর মধ্যে তিনি ১০/১২টি উঠান বৈঠক ও সভা সমাবেশ করেছেন। তিনি ভোটারদের কাছ থেকেও ভালো সাড়া পাচ্ছেন বলে জানান।

মোম্মদ শফি নামের নবীন ভোটার জানালেন ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান হিসেবে এমন ব্যক্তিকে চাই যার মধ্যে স্বজনপ্রীতি, ঘুষ-দুর্নীতি, অনিয়ম নেই।

উপজেলা আওয়ামী লীগের এক নেতা (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন, দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে মাঠ পর্যায়েও কিছুটা সমস্যা হতেই পারে। প্রতিটি ইউনিয়নে দলীয় প্রার্থী দেয়া হয়েছে তাদের পাশে নেতাকর্মীদের থাকতে হবে। তবে কিছু কিছু এলাকায় অসন্তোষ আছে বলেও স্বীকার করেন।

গত ৪ নভেম্বর সকাল থেকে হাটহাজারী উপজেলা নির্বাচন অফিসে এই যাচাই-বাছাই কালক্রম চলে বিকাল ৫ টা পর্যন্ত। এসময় ১৩ টি ইউনিয়নের চেয়ারম্যান ও সাধারণ সদস্য পদে প্রার্থীরা অনেকে বাদ পড়ে। মনোনয়নপত্রে তথ্য অসম্পূর্ণ, ঋণখেলাপীর কারণে বাদ পড়ে ৪ জন চেয়ারম্যান প্রার্থী।

হাটহাজারী উপজেলা নির্বাচন অফিস থেকে প্রাপ্ত তথ্য মতে, উপজেলার ১৩ টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হলেন ৫৭ জন, সাধারণ সদস্য (মেম্বার) পদে প্রার্থী ৫১৮ ও সংরক্ষিত আসনে প্রার্থী হলো ১০৩। বৃহস্পতিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই এর শেষ দিনে বাদ পড়েছেন ৪ চেয়ারম্যান প্রার্থী ও ১৪ জন সাধারণ সদস্য এবং সংরক্ষিত আসনের ২ জন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে।

বাতিলকৃত চেয়ারম্যান ও সাধারণ সদস্য পদে প্রার্থীরা ৩ দিনের মধ্যে আপিল করতে পারবেন বলে জানিয়েছেন হাটহাজারী উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইয়েদ মো. আনোয়ার খালেদ।

এদিকে আগামী ১১ নভেম্বর মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন। প্রতিক বরাদ্দ দেওয়া হবে ১২ নভেম্বর, নির্বাচনি প্রচারণা শুরু হবে ১৩ নভেম্বর। আগামী ২৮ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।