সাতকানিয়ার সোনাকানিয়া ইউনিয়নে ধানক্ষেতে বিদ্যুৎ সংযোগ লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বন্য হাতির মৃত্যু হয়েছে।
শনিবার (৬ নভেম্বর) ভোরে দুই নম্বর ওয়ার্ডের হযরত আজগর আলী শাহ মাজার এলাকার মইত্তাতলী বিলে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যান বন বিভাগের কর্মকর্তা ও উপজেলা প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা। স্থানীয়রা জানান, প্রতিবছর ওই গ্রামে বন্য হাতির দল আক্রমণ করে তাদের চাষাবাদের জমি নষ্ট করে দেয়। হাতির আক্রমণ থেকে ধান বাঁচাতে জমির চারপাশে বিদ্যুৎ সংযোগ দিয়ে ঘেরাও করে রাখা হয়। এছাড়া জমিতে বৈদ্যুতিক বাল্ব জ্বালিয়ে এবং পটকা ফুটিয়ে বন্য হাতির আক্রমণ থেকে ধান রক্ষা করার ব্যবস্থা করা হয়।
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শুঁড়ের নিচের অংশে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে বন্য হাতিটির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন বন বিভাগের কর্মকর্তারা। ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শে ময়নাতদন্ত করার পর হাতির মরদেহটি পুঁতে ফেলা হবে বলেও জানান তারা।
সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) রমজান আলী বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোনাকানিয়া ইউনিয়নে একটি হাতির মৃত্যু হয়েছে। সকাল আটটার দিকে থানায় খবর আসে। ঘটনাস্থলে বন বিভাগ ও উপজেলা প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা আছেন।











