ধর্মঘটের সমর্থনে চট্টগ্রাম বিভাগীয় পণ্য পরিবহন মালিক ফেডারেশনের সভা

জ্বালানী তেল ডিজেলের মূল্য লিটার প্রতি ৬৫ টাকা থেকে ১৫ টাকা বৃদ্ধি করে ৮০ টাকা করার প্রতিবাদে আগামীকাল ৫ নভেম্বর ২০২১ ইংরেজি শুক্রবার থেকে সারাদেশে পণ্য ও গণ পরিবহনে অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছে বাংলাদেশ পণ্য পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটি। এ ধর্মঘটের সমর্থনে চট্টগ্রাম বিভাগীয় পণ্য পরিবহন মালিক ফেডারেশনের এক জরুরী সভা আজ ৪ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর মাদারবাড়িস্থ কার্যালয়ে সংগঠনের সভাপতি আলহাজ্ব মোঃ আবদুল মান্নানের সভাপতিত্বে ও মহাসচিব মোঃ নুরুল আবছারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যেও মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের কার্যকরী সভাপতি আবু বক্কর ছিদ্দিক, সিনিয়র সহ-সভাপতি দ্বীন মোহাম্মদ, আন্তঃজেলা মালামাল পরিবহন মালিক সমিতির সভাপতি হাজী মনির আহমদ, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক অলি আহমদ, চট্টগ্রাম পণ্য পরিবহনমালিক-শ্রমিক সমন্বয় পরিষদের সদস্য সচিব রবিউল মাওলা প্রমূখ। সভায় বক্তারা বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক-শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আলাপ-আলোচনা না করে পরিবহনের জন্য অত্যন্ত জরুরী জ্বালানী তেল ডিজেলের মূল্য লিটার প্রতি ৬৫ টাকা থেকে ১৫ টাকা বৃদ্ধি করে ৮০ টাকায় উন্নীত করা অমানবিক। একটি কুচক্রীমহলের ইন্ধনে সরকার জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি করেছে। সরকারকে বেকায়দায় ফেলতে এ চক্রই যথেষ্ট। তাই কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আলোচনা সাপেক্ষে জ্বালানী তেলের বিষয়ে যুগোপযুগী সিদ্ধান্ত গ্রহণের জন্য নেতৃবৃন্দরা সরকারের প্রতি উদাত্ত আহবান জানান।