ঋনের বোঝার ভার থেকে মুক্তি পেতে এক যুবকের আত্নহত্যা

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ রাউজানে অঞ্জন বিশ্বাস (৩৫) নামে এক যুবক আত্মহত্যা করেছে। ২৪ জুলাই শনিবার দুপুরে উপজেলার চিকদাইর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। নিহত অঞ্জন বিশ্বাস ওই এলাকার চিকদাইর গ্রামের নিতাই বিশাসের ছেলে। তবে কি কারণে আত্মহত্যা করেছে তা কেউ জানাতে পারেনি। এই প্রসঙ্গে চিকদাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, বিকেল সাড়ে ৩টায় খবর পেয়ে অঞ্জন বিশ্বাস নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছে। শুনেছি তার একটি দোকান আছে, সে ঋণগ্রস্থ। ঋনের বোঝা থেকে মুক্তি পেতে অঞ্জন বিশ^াস আত্নহত্যা করে বলে ধারনা করা হচ্ছে । আমি পুলিশকে বিষয়টি অবহিত করেছি। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, স্থানীয় চেয়ারম্যান খবর দেওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। আত্মহননকারী ওই যুবক ঋনগ্রস্থ বলে চেয়ারম্যান আমাকে জানিয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে আসলে বিস্তারিত জানা যাবে।