বন্দর থানার আনন্দবাজার সাগরপাড় এলাকায় রাস্তা পারাপারের সময় মাইক্রোবাসের ধাক্কায় মো. আইনুল (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। আইনুল একই থানার দক্ষিণ মধ্যম হালিশহর দুই নম্বর সাইট মাইজপাড়ার মো. আনছারের ছেলে।
শুক্রবার (২ জুলাই) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
আইনুলের চাচাত ভাই আবছার বাংলানিউজকে বলেন, আনন্দবাজার সাগরপাড় এলাকায় রাস্তা পারাপারের সময় মাইক্রোবাসের ধাক্কায় আইনুল আহত হয়। এ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে আনা হয়েছে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, রাস্তা পারাপারের সময় মাইক্রোবাসের ধাক্কায় এক কিশোর আহত হয়। বিকেল সোয়া ৫টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। এরপর জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালে মর্গের পাঠানো হয়েছে।











