শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ পিংক, ক্লিন, গ্রামিন আধুনিক রাউজানের রুপকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জননেতা জনাব এবিএম ফজলে করিম চৌধুরী এমপি মহোদয় ও তরুণ প্রজন্মের অহংকার জনাব ফারাজ করিম চৌধুরীর পক্ষ থেকে,হলদিয়া ইউনিয়ন খেলোয়াড় সমিতি ও হলদিয়া কৃষক সহয়তা সমিতির আয়োজনে,প্রায় সাড়ে তিন হাজার ফলদ ও বনজ চারা রোপন করেন।গত ৩০ জুন বুধবার সকাল সাতটা থেকে বিকেল তিনটা পর্যন্ত বৃষ্টিকে উপেক্ষা করে, ১নং হলদিয়া ইউনিয়ন আওয়ামিলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, জনাব জিয়াউল হক চৌধুরী সুমন ভাই, হলদিয়া ইউনিয়নের আওয়ামীলীগ, যুবলীগ ছাত্রলীগ ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ প্রায় তিন শতাধিক নেতাকর্মীদের নিয়ে উক্ত ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের গুরুত্বপূর্ণ সড়কে এই ফলদ ও বনজ চারা রোপন করেন।সড়কগুলো হলোঃ হলদিয়া ইউনিয়নের, ৩নং ওয়ার্ডের দূর্গা চরণ সড়ক ও তার সংলগ্ন দূর্গা মন্দির সড়ক, ৪নং ওয়ার্ডের হলদিয়া ছিন্নি বটতল সড়ক, ৭নং ওয়ার্ডের তিতা গাজীর বাড়ি সড়ক, ৮নং ওয়ার্ডের হারাইস্যা টিলা ও গলাচিপা থেকে খামার বাড়ি সড়ক।এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন, হলদিয়া ইউনিয়নের আওয়ামীলীগ নেতা মোঃ এস.এম ইয়াসিন, মোঃ রফিকুল আলম, এমদাদ তালুকদার, হলদিয়া ইউনিয়নের যুবলীগ নেতা নাছির উদ্দীন ইলিয়াস, আমীর হোসেন, মোঃ আবছার, মোঃ শওকত, মোঃ সাব্বির, আশু দেব, হলদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জনাব সাইফুল ইসলাম চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মেহেরাব হোসেন শাকিল, সাবেক সাংগঠনিক সম্পাদক অভিজিৎ ঘোষ, ঙহষরহব অপঃরারঃরবং এৎড়ঁঢ় ঙভ জধড়ুধহ-এর আহ্বায়ক অপু কান্তি নাথ ও সদস্য সচিব মোঃ শাহাদাৎ হোসেন ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের তিন শতাধিক নেতাকর্মী।








