রাউজানে করোনা মোকাবেলায় ১৪টি ইউনিয়ন ও পৌর এলাকায় কর্মহীন দরিদ্র পরিবারের মধ্যে ১৫ লাখ টাকা বিতরন ও ন্যাযমুল্যে নিত্ত প্রয়োজনীয় পণ্য বিক্রয়
শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ করোনার প্রাদুর্ভাব থেকে সাধারন মানুষকে রক্ষায় সরকারে ঘেষিত লকডাউন এর কারনে এলাকার পরিবহন শ্রমিক, কৃষক, ব্যবসায়ী, দিনমজুর, ভবঘুরে, ব্যবসা প্রতিষ্টানের কর্মচারীরা কর্মহীন পড়েছে । কর্মহীন শ্রমিক, দিনমজুর, কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী, ব্যবসা প্রতিষ্টানে কর্মচারীদের লকডাউন চলাকালে কোন প্রকার খাদ্য সংকটে পড়তে না হয় । সরকার রাউজানের প্রতিটি ইউনিয়নে ১লাখ টাকা করে । ১৪টি ইউনিয়নে ১৪ লাখ টাকা, রাউজান পৌরসভায় ১লাখ টাকা প্রধান মন্ত্রীর উপহার হিসাবে কর্মহীন দরিদ্র পরিবারের সদস্যদের মধ্যে বিতরন করা হয়েছে । রাউজান উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌর এলাকায় রাউজানের সাংসদ ফজলে করিম চৌধুরীর নির্দেশে সাধারন মানুষের কাছে বাজার মুল্য থেকে কম দামে নিত্তপ্রয়োজনীয় পণ্য বিক্রয় করা হচ্ছে । রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ বলেন, লকডাউন চলাকালে রাউজানে প্রধান মন্ত্রীর উপহার প্রতিটি কর্মহীন পরিবারকে ১ হাজার টাকা করে ১ হাজার ৫শত জন দরিদ্র কর্মহীন পরিবারকে ১৫ লাখ টাকা বিতরন করা হয়েছে । রাউজানে ১৪টি ইউনিয়ন ও পৌর এলাকায় রাউজানের সাংসদ ফজলে করিম চৌধুরীর নির্দেশে ও পৃষ্টপোষকতায় ন্যাযমুল্যে নিত্তপ্রযোজনীয় পণ্য বিক্রয় করা হচ্ছে । এছাড়া ও রাউজানের প্রতিটি এলাকায় লকৈডাউনের কারনে কোন পরিবারের খাদ্য সংকট হলে ঐ পরিবারের পক্ষ থেকে ফোন করা হলে সাথেই সাথেই খাদ্য পৌছে দেওয়ার জন্য পৌরসভার মেয়র, কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের অর্থ বরাদ্ব দেওয়া হয়েছে । কোন পরিবারের খাদ্য সংকট হলে ফোন পাওয়ার পর পর তার ঘরে খাদ্য পৌছে দেওয়া হবে বলে রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ জানান।
রাউজানে লকডাউন কড়াকড়ি জরুরি সেবা, খাদ্য, রোগী পরিবহন কারী যানবাহন ও রিক্সা ব্যতিত কোন যানবাহন চলাচল করেনি
শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ করোনা ভাইরাসের প্রার্দুভাব বেড়ে যাওয়ায় সরকার ঘোষিত কড়া লকডাউন চলাকালে গতকাল ১ জুলাই বৃহস্পতিবার ভোর থেকে সারাদিন চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়ক, চট্টগ্রাম কাপ্তাই মহাসড়ক সড় রাউজানের বিভিন্ন এলাকার সড়কগুলোতে চিকিৎসক, অসুস্থ ব্যক্তি, স্বাস্থ্যকর্মী, ঔষধ, খাদ্য পরিবহন কাজে নিয়োজিত যানবাহন ও রিক্সা ব্যতিত কোন যান বাহন চলাচল করেনি । লকডাউন চলাকালে রাউজানে কাচাঁ বাজার , ঔষধের দোকান, খাদ্য দোকান, খোলা ছিল, হোটেল রেস্তোরা খোলা রেখে পার্শেল বিক্রয় করা হলে ও দোকানে কোন কেনাকাটা করেনি । রাউজানের বিভিন্ন এলাকার হাট বাজার, ষ্টেশন, অলি গলিতে জনগনের চলাচল ছিল কম। লকডাউন চলাকালে রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ ও রাউজান থানার ওসি আবদুল্ল্রাহ আল হারুনের নেতৃত্বে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়ক সহ বিভিন্ন সড়কে টইল দেয় । অপরদিকে রাউজান উপজেলা সহকারী কমিশনার ভুমি অতিশ দর্শী চাকমার নেতৃত্বে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা দক্ষিন রাউজানে চট্টগ্রাম কাপ্তাই মহাসড়ক সহ দক্ষিন রাউজানের বিভিন্ন সড়কে টইল দেয় । এছাড়া র্যাবের সদস্যরা ও রাউজানে লকডাউন কার্যকর করতে বিভিন্ন সড়কে টইল দিতে দেখা যায় । রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ বলেন, রাউজানে লকডাউন কঠোরভাবে পালিত হয়েছে । রাউজান থানার ওসি আবদুল্ল্রাহ আল হারুন বলেন লকডাউন চলাকালে রাউজানে পুলিশ, কঠোর ভাবে দায়িত্ব পালন করছে ।
রাউজান প্রেস ক্লাব ও রাউজান বার্তা অনলাইন পত্রিকার কার্যলয় উদ্বোধন
শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ রাউজান প্রেস ক্লাব ও রাউজান বার্তা অনলাইন পত্রিকার প্রধান কার্যলয় উদ্বোধন করেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ । গতকাল ১ জুলাই বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কের পাশে রাউজান পৌরসভার ৮নং ওয়ার্ডের জলিল নগর বাস ষ্টেশনের পশ্চিম পাশে কাজী প্লাজা ভবনের ২য় তলায় রাউজান প্রেস ক্লাব ও রাউজান বার্তা অনলাইন পোষ্টারের কার্যলয়ের উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ । স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত পরিসরে রাউজান প্রেস ক্লাব ও রাউজান বার্তা অনলাইন পোষ্টারের কার্যলয়ের উদ্বোধনী অনুষ্টান অনুষ্টিত হয় । রাউজান প্রেস ক্লাবের সাধারন সম্পাদক গাজী জয়নাল আবেদীন জুবায়েরের সঞ্চলনায় অনুষ্টিত অনুষ্টানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রাঙ্গামাটি মোটর মালিক সমিতি ও রাউজান জলিল নগর বাস ষ্টেশন ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি আলহাজ¦ সৈয়দ হোসেন কোম্পানী, যুবলীগ নেতা আবু সালেক। অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি মীর আসলাম, জাহেদুল আলম, প্রদীপ শীল, এম বেলাল উদ্দিন, তৈয়ব চৌধুরী, সংগঠনের সহ সভাপতি নেজাম উদ্দিন রানা, শাহেদুর রহমান মোরশেদ, সাবেক সাধারন সম্পাদক এস এম ইউছুপ উদ্দিন, রাউান প্রেস ক্লাবের যুগ্ন সম্পাদক রমজান আলী, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন হাবিবি, অর্থ সম্পাদক হাবিবুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল ইসলাম বাবু, ব্যবসায়ী । অনুষ্টানে প্রধান অতিথি রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ তার বক্তব্যে বলেন, সাংবাদিকদের কল্যানে সকল প্রকার সহায়তা প্রদান করা হবে ।
শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃচট্টগ্রামেরর রাউজানে ২০- ২১ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আমন হাইব্রীড,উফশী জাতের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। গত ৩০ জুন বুধবার বিকেলে রাউজান উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদের মাঠে এসব বিনামূল্যের বীজ ও সার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ। টেলিকনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাউজানের সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরী এমপি। উপ-সহকারী কৃষি কর্মকর্তা সঞ্জিব কুমার সুশীলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা আ.লীগের সি.সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার শাব্বির আহম্মদ, পৌর কাউন্সিলর জসিম উদ্দীন প্রমুখ। উপজেলা কৃষি অফিসার শাব্বির আহম্মদ জানান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা পরিস্থিতিতে দেশের আমন ফসলের অধিক উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে আমন ধানের বীজ ও সার বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় রাউজান উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌরসভার ৪২০ জন প্রান্তিক কৃষকের মধ্যে আমন হাইব্রীড, উফশী আমন ধানের বীজসহ সার বিতরণ করা হয়েছে।
রাউজানের ব্যস্ততম সড়ক দোস্ত মোহাম্মদ চৌধুরী সড়কের বেহাল অবস্থা সড়কের মেরামত কাজ চলছে ধীরগতিতে হাজার হাজার মানুষ চলাচল করছে চরম দুর্ভোগের মধ্যে দিয়ে
শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রাম জেলার রাউজান উপজেলা সদরের জলিল নগর বাস ষ্টেশনস্থ চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়ক থেকে শুরু হওয়া দোস্ত মোহাম্মদ চৌধুরী সড়ক। দোস্ত মোহাম্মদ চৌধুরী সড়কটি রাউজান জলিল নগর বাস ষ্টেশন, রাউজান ফকির হাট বাজার, রাউজান উপজেলা ডাকঘর, রাউজান উপজেলা পরিষদ ভবন, রাউজান পৌরভবন, রাউজান ডাকবাংালো ভবন, রাউজান উপজেলা সাব রেজিষ্ট্রার অফিস হয়ে সুলতান পুর দারগো বাড়ী, স্বপনের দোকান, বাচাঁমিয়ার দোকান, ডাবুয়ার কেউকদাইর, চিকদাইর পুলিশ ফাড়ি, কান্দি পাড়া, ডাবুয়া ইউনিয়ন পরিষদ ভবন, ডাবুয়া জগ্ননাথ হাট বাজার, ডাবুয়া বালিকা উচ্চ বিদ্যালয়, হলদিয়া ডাবুয়া ইউনিয়ন ভুমি অফিস, আমির হাট, হজরত এয়াসিন শাহ কলেজ, হজরত এয়াসিন শাহ উচ্চ বিদ্যালয়, উত্তর সর্তা, দরগাহছড়ি বাজার, ফটিকছড়ি উপজেলার ধর্মপুর, শ্যামলা হাট, ফটিকছড়ি আজাদী বাজারের দক্ষিন পাশে গহিরা ফটিকছড়ি সড়কের সাথে সংযুক্ত হয়েছে । সড়কটি দিয়ে প্রতিদিন রাউজান ফটিকছড়ি উপজেলার হাজার হাজার মানুষ চলাচল করে। এছাড়া ও ফটিকছড়ি মাইজভান্ডার দরবার শরীফে প্রতিদিন হাজার হাজার মানুষ দোস্ত মোহাম্মদ চৌধুরী সড়ক দিয়ে যাতায়াত করে। দু উপজেলার হাজার হাজার মানুষের চলাচলের সড়কটি গত কয়েক বৎসর পুবে বর্ষার মৌসুমে বন্যা ও পাহাড়ী ঢলের শ্রোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় । সড়কের বিভিন্ন স্থানে বিটুমিন কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়ে । বন্যা ও পাহাড়ী ঢলের শ্রোতে ক্ষতিগ্রস্থ দোস্ত মোহাম্মদ চৌধুরী সড়কের গর্তগুলো ইটের খোয়া দিয়ে ভরাট করে দিলে ও পুনরায় সড়কের বিভিন্ন স্থানে ইটের খোয়া দিয়ে ভরাট করা গর্তগুলো থেকে ইটের খোয়া উঠে গিয়ে সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয় । রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপির প্রচেষ্টায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সড়কটি মেরামতের জন্য টেন্ডার আহবান করে। সড়কটি মেরামতের জন্য টেন্ডারের মাধ্যমে ঠিকাদারী প্রতিষ্টান চৌধুরী এন্টার প্রাইজ রাউজান জলিল নগর বাস ষ্টেশন থেকে রাউজান ডাকবাংালো পর্যন্ত ৯৪ লাখ টাকায় কাজ নেয় । গত ৪ ্এপ্রিল রাউজান জলিল নগর বাস ষ্টেশন থেকে রাউজান ডাকবাংালো পর্যন্ত সড়কের মেরামতের কাজ করার কার্যাদেশ দেওয়া হয় । ঠিকদারী প্রতিষ্টান চৌধুরী এন্টার প্রাইজ জলিল নগর বাস ষ্টেশন থেকে রাউজান ডাকবাংালো পর্যন্ত মেরামতের কাজ শেষ করলে ও সড়কের মেরামত কাজে সড়কের পাশে ড্রেন নির্মানের কথা থাকলে ও ড্রেন নির্মান করেনি । রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপির প্রচেষ্টায় রাউজান ডাকাবাংালো থেকে আমির হাট পর্যন্ত সড়কের মেরামতের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর টেন্ডার আহবান করে। রাউজান ডাক বাংালো থেকে আমির হাট পর্যন্ত দোস্ত মোহাম্মদ চৌধুরী সড়কের মেরামতের কাজ নেয় একই ঠিকাদারী প্রতিষ্টান । গত ৩ জানুয়ারী রাউজান ডাকবাংালো ভবন থেকে আমির হাট পর্যন্ত দোস্ত মোহাম্মদ চৌধুরী সড়কের মেরামতের কাজের কার্যাদেশ দেওয়া হয় । ২ কোটি ৩৯ লাখ ৮ হাজার টাকা সড়কের মেরামতের কাজ শুরু করে গত ১৫দিন পুর্বেই। দোস্ত মোহাম্মদ চৌধুরী সড়কের রাউজান ডাক বাংালো ভবন থেকে আমির হাট পর্যন্ত সড়কের মেরামতের কাজ শেষ করার সময় ছিল চলতি মাসের ৯ জুন । সড়কের মেরামত কাজ শুরু করা হয়েছে বিলম্বে ও বর্ষার মৌসুমে । সড়কের চিকদাইর পুলিশ ফাড়ি থেকে ডাবুয়া জগ্ননাথ হাটের পুর্বে ভ্রাম্বন পুকুর পর্যন্ত সড়কের পাশে মাটি খনন করে ইটের খোয়া ও বালু দিয়ে ভরাট করার পর ইট দিয়ে রেজিং বসানোর কাজ করছে ঠিকাদারী প্রতিষ্টান । সড়কের মেরামত কাজ ধীরগতিতে হওয়ায় হাজার হাজার মানুষ প্রতিদিন চরম দুর্ভোগের মধ্যে দিয়ে সড়ক দিয়ে চলাচল করছে । এ ব্যাপারে রাউজান উপজেলা প্রকৌশলী আবুল কালাম বলেন, দোস্ত মোহাম্মদ চৌধুরী সড়কের মেরামতের কাজ চলছে । কাজের গুনগত মান ভাল। শীঘ্রই সড়কের মেরামতের কাজ শেষ করা হবে ।











