চট্টগ্রাম মহানগর বি,এন,পি’র সাবেক সহ সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য ইকবাল চৌধুরীর বড় ছেলে মহানগর ছাত্রদলের সাবেক আইন বিষয়ক সম্পাদক রাছাম চৌধুরী সাদমান সহ ৪ জন রবিবার (২৭ জুন) দুপুর ১২টার দিকে যশোর বেনাপোল সড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।
মৃত্যুকালে সাদমানের বয়স হয়েছিল ২৫ বছর।
এদিকে সাদমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মীর মো. নাছির উদ্দীন, চেয়ারপার্সনের উপদেষ্টা বেগম রোজী কবির, গোলাম আকবর খন্দকার, এস এম ফজলুল হক, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম বক্কর, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান, সদস্য সচিব মোস্তাক আহমেদ খান, বায়েজিদ থানা বিএনপির সভাপতি আবদুল্লাহ আল হারুন, সাধারণ সম্পাদক আবদুল কাদের জসিম।
এক শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, রাছাম চৌধুরী সাদমানের অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত ও ব্যথিত। সে এলএলবি অনার্স সম্পন্ন করে চট্টগ্রাম আদালতে শিক্ষানবিশ আইনজীবী ছিল। সাদমান চৌধুরী শহীদ জিয়ার আদর্শ বুকে ধারন করে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসি ছিলেন। সে অত্যন্ত ভদ্র, শান্ত এবং বিনয়ী ছিল। সে চট্টগ্রাম মহানগর জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের আহবায়কের দায়িত্ব পালন করছিল। তার মৃত্যুর সংবাদ আমাদের জন্য অত্যন্ত বেদনার।
নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবার, আত্মীয়স্বজনের প্রতি গভীর সমবেদনা জানান










