ছাত্রদল নেতা রাছাম চৌধুরী সাদমানের অকাল মৃত্যুতে নগর ছাত্রদলের শোক

আজ ২৭ জুন ২০২১ রবিবার দুপুর ১১ঃ৪৫ মিনিটে যশোরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক আইন বিষয়ক সম্পাদক রাছাম চৌধুরী সাদমান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। নিহত ছাত্রদল নেতার জন্য গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নগর ছাত্রদলের আহবায়ক সাইফুল আলম ও সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন।

আজ এক শোক বার্তায় নেতৃদ্বয় বলেন, সড়ক দূর্ঘটনায় চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য জনাব ইকবাল চৌধুরীর বড় ছেলে মহানগর ছাত্রদলের সাবেক আইন বিষয়ক সম্পাদক, জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম চট্টগ্রাম মহানগর শাখার আহবায়ক রাছাম চৌধুরী সাদমানের মৃত্যুর ঘটনা অত্যন্ত দুঃখজনক ও হৃদয়বিদারক। এই অনিরাপদ সড়ক ও অব্যবস্থাপনার কারণে আমরা প্রতিনিয়ত প্রিয়জনদের অকালে হারাচ্ছি। উল্লেখ্য,পরিবারিক ব্যবসায়িক কাজে গতকাল রাত্রে চট্টগ্রাম থেকে প্রাইভেটকারযোগে সাদমান সহ চারজন যশোরের উদ্দেশ্যে রওনা দেয়।আজ দুপুর ১১:৪৫ মিনিটে যশোর বেনাপোল সড়কের ধোপাখোলা নিমতলা এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে সাদমান সহ চার জনের মৃত্যু হয় এবং বাকি একজনের অবস্থা আশঙ্কাজনক। ছাত্রদল নেতা সাদমান অত্যন্ত নম্র, ভদ্র এবং অমায়িক ছাত্রনেতা হিসেবে সবার কাছে সমাদৃত। সে একজন দক্ষ সংগঠক এবং ছাত্রদলকে সুসংগঠিত করতে সাদমান নিরলস পরিশ্রম করেছেন। তার অকাল মৃত্যুতে নগর ছাত্রদলের যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা সহজে পূরণ হবে না।

অামরা চট্টগ্রাম মহানগর ছাত্রদলের পক্ষ থেকে মরহুমের অাত্মার মাগফিরাত কামনা করি এবং শোক সন্তপ্ত পরিবার, আত্মীয় স্বজন, গুণাগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাই।