দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। রূপের পাশাপাশি জয়া আহসানের অভিনয় দক্ষতা বাংলার দর্শকদের মুগ্ধ করেছে। ২০০৪ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ ছবি দিয়ে সিনেমায় অভিষেক হয় এ অভিনেত্রীর। এরপর বাংলাদেশসহ ভারতের বেশকিছু ছবিতে সফলতার সঙ্গে কাজ করে প্রশংসিত হন। শুধু অভিনেত্রী হিসেবেই নয়, জয়া প্রযোজক হিসেবেও সফল। হুমায়ূন আহমেদের ‘দেবী’- উপন্যাস অবলম্বনে সিনেমা নির্মাণ করে প্রশংসিত হয়েছিলেন তিনি। সেই সিনেমাটির জন্য তিনি সরকারি অনুদানও পেয়েছিলেন। আবারও জয়া তার প্রযোজনায় ‘রইদ’- নামের একটি সিনেমা প্রযোজনা করছেন।
তার নতুন এ সিনেমাটির চিত্রনাট্যও সরকারি অনুদান পেয়েছে ক’দিন আগে। এটি নির্মাণ করবেন মেধাবী নির্মাতা মেজবাউর রহমান সুমন। যেটি অত্যন্ত গৌরবের বলে মনে করছেন অভিনেত্রী। জয়া জানান, ‘রইদ’র চিত্রনাট্য তৈরির চূড়ান্ত কাজ চলছে। তবে শুধু পরিচালক ছাড়া আর কোনো কিছুই চূড়ান্ত হয়নি। এদিকে, করোনার জন্য সিনেমার শুটিং করতে পারছেন না জয়া আহসান। কলকাতায় মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত কয়েকটি ছবি। এছাড়া একাধিক নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়ে আছেন। এই মুহূর্তে শুটিং করতে না পারলেও শুটিং-পূর্ববর্তী কাজগুলো এগিয়ে নিচ্ছেন। নিজেকে প্রস্তুত করছেন নতুন ছবিগুলোর জন্য। জয়া বলেন, যেকোনো ছবির ক্ষেত্রে প্রস্তুতিটা খুব গুরুত্বপূর্ণ। আমি নিজেও একটি ছবির জন্য দীর্ঘ প্রস্তুতি নেই। এখন করোনাকাল এবং শুটিং বন্ধ থাকায় সেই প্রস্তুতিটা এই সময়ে নিয়ে নিচ্ছি। তবে এরই মাঝে স্বাস্থ্যবিধি মেনে জয়া দেশে একটি বিজ্ঞাপনের কাজ শেষ করেছেন। এটি নির্মাণ করেছেন আদনান আল রাজীব। শিগগিরই সেটি প্রচারে আসবে। সামাজিক মাধ্যমেও যথেষ্ট সক্রিয় অভিনেত্রী। সামাজিক মাধ্যমে প্রায়ই নিজের ছবি পোস্ট করে থাকেন অভিনেত্রী। একাধিক সময় অভিনেত্রী দৈনন্দিন জীবনের টুকরো মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমের দেয়ালে শেয়ার করে থাকেন।











