ছেলে খুনের ৬ মাসের মাথায় পিতা খুন

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি:
জেলার ফটিকছড়ির এজাহার মিয়া (৬৫) নামে এক বৃদ্ধের লাশ পাওয়া গেছে। আজ ২৫ শে জুন শুক্রবার বিকেলে উপজেলার কাঞ্চন নগরের চমুরহাট বাজারের উত্তর পার্শ্বে নিচিন্তাপুরে তার লাশ পড়ে দেখে এলাকাবাসী। খবর পুলিশ ঘটনাস্থলে পৌছেছে।

নিহত এজাহার মিয়া ৭নং ওয়ার্ড দিঘিরপাড়া মৃত চুন্নু মিয়ার ছোট ছেলে। এর আগে একই এলাকায় তার ছেলের লাশ পাওয়া গিয়েছিল।

নিহতের স্বজনরা জানায়, গতকাল ২৪ শে জুন সকালে এজাহার মিয়া ঘর থেকে বের হয়ে নিখোঁজ হয় রাতে ঘরে না ফেরায় খোঁজাখুজি শুরু করে তারা। আজ শুক্রবার বিকেলে ৪টায় তার আত্বীয়-স্বজনরা খোঁজ করতে করতে চমুরহাট বাজারে গেলে বাজারের উত্তর পার্শ্বে নিচিন্তাপুর নামক জায়গার বাশঁঝাড়ের নিচে তার লাশ পড়ে থাকতে দেখে। তার গলা থেকে গাড় কাটা অবস্থায় লাশের শরীরের মাছি ভনভন করছে। পরে এলাকাবাসী ফটিকছড়ি থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধারের কাজ করছে।

ফটিকছড়ি থানার অফিসার্স ইনচার্য রবিউল ইসলাম বলেন, বৃদ্ধের লাশ পাওয়া কথা শুনে আমরা ঘটনাস্থলে আছি, লাশ উদ্ধারের প্রস্তুতি চলছে।

উল্লেখ্য গত ৬ মাস পুর্বে চমুরপাড়ার পুর্ব পার্শ্বে হলদ্যেখোলা ছড়া থেকে বৃদ্ধ এজাহার মিয়ার বড় ছেলে বশির প্রকাশ বাশিঁ’র লাশ উদ্ধার করে পুলিশ। তাঁর মৃত্যুর রহস্য উদঘাটন হয়নি।