নির্মাণাধীন কালারপোল ব্রিজের রেলিং ভেঙে দুজন আহত

কর্ণফুলি প্রতিনিধি:: কর্ণফুলি উপজেলার শিকলবাহা কালারপোল নির্মাণাধীন ব্রিজের রেলিং ভেঙে ধসে পড়ে খালে। এতে দুজন আহত হয়েছে বলে জানা গেছে।

আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে।

আহত দুজনের নাম-বিপুল ও মফিজ। তারা মাথায় ও পায়ে আঘাত পেয়েছে কর্ণফুলীর সাউথ চট্টগ্রাম হসপিটালে তারা ভর্তি হয়েছে।

জানাগেছে হঠাৎ করে সন্ধ্যায় ব্রীজের রেলিংয়ের তিনটি অংশ খালে ধসে পড়ে। ক্রুটিপূর্ণ নির্মাণ কাজের কারণে এ ধসের ঘটনা ঘটেছে।

আহত ২ জনকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নেয়া হয়েছে বলে জানা প্রতক্ষ্যদর্শীরা জানান। চট্টগ্রাম সাউথ হসপিটালের দায়িত্বরত চিকিৎসক ডা ইফতেকার উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানাগেছে, পটিয়ার সাংসদ শামসুল হক চৌধুরীর সহযোগিতায় ২৬ কোটি টাকা ব্যয়ে পাকা সেতু নির্মাণে বরাদ্দ দেওয়া হয়। ২০১৭ সালে কাজের টেন্ডার হয়। ২০১৯ সালের ৩০ জুনের মধ্যে নির্মাণকাজ শেষ করার কথা ছিল। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজের ধীরগতির কারণে যথাসময়ে কাজ শেষ হয়নি। ফলে সড়ক বিভাগ কাজের মেয়াদ দু’বার বৃদ্ধি করে। ২০২০ সালের ৩০ জুনেও কাজ শেষ না হওয়ায় ফের সময় বর্ধিত করা হয়।

ছবি সহযোগীতায় পাঠক ডট নিউজ